• ঢাকা

  •  মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

বাংলাদেশ

দাখিল পরীক্ষা দিতে পারলো না হাতীবান্ধার সামিনা

লালমনিরহাট সংবাদদাতা

 প্রকাশিত: ১৬:৪৭, ৩ ফেব্রুয়ারি ২০১৭

দাখিল পরীক্ষা দিতে পারলো না হাতীবান্ধার সামিনা

লালমনিরহাট: মাদ্রাসা কর্তৃপক্ষের ভুলের কারণে দাখিল পরীক্ষা দিতে পারলো না সামিনা খাতুন নামে এক পরীক্ষার্থী।

ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পশ্চিম বেজগ্রাম দাখিল মাদ্রাসায়।

পরীক্ষা দিতে না পারায় ওই ছাত্রীর মস্তিস্ক বিকৃতির আংশকা করছে অভিভাবকরা।

সামিনার বাবা আব্দুস ছাত্তার জানান, বুধবার (০১ জানুয়ারি) রাতে মাদ্রাসার সুপার আব্দুস রহিমসহ কয়েকজন তার বাড়িতে গিয়ে জানায়, সামিনার প্রবেশপত্র আসেনি। বিষয়টি শুনেই সজ্ঞাহীন হয়ে পড়ে সে। পরে ডাক্তার এনে তার চিকিৎসা করলেও বৃহস্পতিবার সকাল থেকে কান্নাকাটি ও এলোমেলো কথা বলছে।

ওই মাদ্রাসা সুপার আব্দুর রহিম বলেন, ৯ম শ্রেনীতে সামিনার রেজিষ্ট্রেশন না হওয়ায় এমনটি হয়েছে। এ জন্য মাদ্রাসার অফিস সহকারী আব্দুল গফুরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

হাতীবান্ধা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৈয়ব আলী বলেন, বিষয়টি জেনেছি। ওই শিক্ষার্থীর প্রবেশপত্র না আসার ব্যাপারে আগামী রোববার সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ফেব্রুয়ারি ০৩, ২০১৭

মন্তব্য করুন: