• ঢাকা

  •  শনিবার, এপ্রিল ২০, ২০২৪

বাংলাদেশ

পাটগ্রাম সীমান্তে বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

লালমনিরহাট সংবাদদাতা

 প্রকাশিত: ০৬:০১, ৪ ফেব্রুয়ারি ২০১৭

পাটগ্রাম সীমান্তে বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে কাওসার আলী নামে এক বাংলাদেশীকে বৃহস্পতিবার (০২ জানুয়ারি) বিকেলে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।

কাওসার আলী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের সহিদার রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাওসার শ্রীরামপুর সীমান্তের ৮৪৩ নং সীমান্ত পিলারের নিকট দিয়ে ভারতীয় গরু আনতে গেলে ভারতের কোচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংরাবান্ধা ক্যাম্পের একটি টহল দল তাকে ধাওয়া করে আটক করে। পরে বিএসএফ তাকে কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানায় সোপর্দ করে।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আহমদ বজলুর রহমান হায়াতী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পতাকা বৈঠকের আহবান করে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।

ফেব্রুয়ারি ৩, ২০১৭

মন্তব্য করুন: