• ঢাকা

  •  মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

বাংলাদেশ

আদিতমারীতে ভুমি দস্যুদের হামলায় হাসপাতালে কলেজ ছাত্র

আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট সংবাদদাতা

 প্রকাশিত: ০৮:১৪, ১১ ফেব্রুয়ারি ২০১৭

আদিতমারীতে ভুমি দস্যুদের হামলায় হাসপাতালে কলেজ ছাত্র

লালমনিরহাট: নিজের জমিতে ধান চাষ করতে গিয়ে ভুমি দস্যুদের হামলার শিকার হয়ে ধীরেন্দ্র নাথ রায় (২৭) নামে এক কলেজ ছাত্র হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) সকালে থানা পুলিশ তাকে উদ্ধার করে লালমনিরহাটের আদিতমারী হাসপাতালে ভর্তি করেছেন।

আহত কলেজ ছাত্র ধীরেন্দ্র্র নাথ রায় আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের নিচপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মহেশ চন্দ্রের ছেলে। সে রংপুর কারমাইকেল কলেজের স্নাতকোত্তর শ্রেনীর ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানান, ক্লাশ না থাকায় গ্রামের বাড়িতে এসে নিজের পৈত্রিক জমিতে ধান চাষ করতে যায় ধীরেন্দ্র। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশ্বে ওই জমিতে পানি দিতে গেলে তার প্রতিবেশী মনোরঞ্জনের ছেলে ভুমিদস্যু বকুল চন্দ্র দলবল নিয়ে ওই জমিতে ধান চাষে নিষেধ করেন। তিনি জমি থেকে সড়তে অসম্মতি জানালে তারা এলোপাতাড়ি মারপিট শুরু করে।

ভুমি দস্যুদের আক্রমন থেকে বাঁচতে পার্শ্ববর্তী জিতেন্দ্র নাথের বাড়িতে আত্নগোপন করেন ধীরেন্দ্র। ভুমি দস্যুরা ওই বাড়িও ঘিরে ফেলে। খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ ওই বাড়ি থেকে আহত ধীরেন্দ্রকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনার মুলহোতা বকুল চন্দ্রসহ ৯ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুরে আদিতমারী থানায় একটি এজাহার দায়ের করেছেন ধীরেন্দ্রর  বাবা মহেশ চন্দ্র।

আদিতমারী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. হামজা জানান, ধীরেন্দ্র মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছেন। চিকিৎসা চলছে। তবে সেড়ে উঠতে কিছুটা সময় লাগবে।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হরেশ্বর রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীদের গ্রেফতার চেষ্টা চলছে।

ফেব্রুয়ারি ১১, ২০১৭

মন্তব্য করুন: