• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

প্রযুক্তি

অ্যাম্বাস্যাডারের 'নাগরিকত্ব' পরিবর্তন

প্রযুক্তি ডেস্ক

 প্রকাশিত: ১০:১৪, ১১ ফেব্রুয়ারি ২০১৭

অ্যাম্বাস্যাডারের 'নাগরিকত্ব' পরিবর্তন

ষাট ও সত্তরের দশকে ভারতের আইকনিক গাড়ি অ্যাম্বাস্যাডারের শুধু মালিকানা বদল নয়; দেশ-বদল ঘটছে।

একসময় প্রেসিডেন্ট থেকে শুরু করে সাধারণ মানুষের প্রিয় গাড়ি বদলে ফেলছে তার 'নাগরিকত্ব'। ফ্রান্সের গাড়ি নির্মাতা কোম্পানি পিজ্যোঁর (Peugeot) কাছে বিক্রি হয়ে গেল ব্র্যান্ড অ্যাম্বাস্যাডার।

গত তিন বছর আগে বন্ধ হয়ে যাওয়া অ্যাম্বাস্যাডার ৮০ কোটি টাকায় বিক্রি করে দিলো হিন্দুস্তান মোটর্সের মালিক সিকে বিড়লা গ্রুপ।

জাপানের টয়োটার পর হিন্দমোটর কারখানাই এশিয়ার মধ্যে সবচেয়ে পুরনো। মারুতি ৮০০ বাজারে আসতেই অ্যাম্ব্যাস্যাডারের জনপ্রিয়তায় ভাটা পড়ে। ১৯০৮ সালে যেখানে বছরে হিন্দমোট কারখানায় ২৪ হাজার গাড়ি তৈরি হতো, সেখানে ২০১৩ সালে এসে সংখ্যাটা দাঁড়ায় মাত্র ২ হাজার ৫০০ তে।

ফেব্রুয়ারি ১১, ২০১৭

মন্তব্য করুন: