• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

ভিনদেশ

রোশনি মিসবাহ 'হিজাবি বাইকার'

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: ১১:২১, ১১ ফেব্রুয়ারি ২০১৭

রোশনি মিসবাহ 'হিজাবি বাইকার'

ধর্ম মেনে মাত্র ৯ বছর বয়সেই পড়তে হয়েছে হিজাব। এখন বয়স ২২। এই বয়সেই ভারতের 'হিজাবি বাইকারে'র তকমা পেয়েছেন রোশনি।

নয়া দিল্লির এই কলেজছাত্রীর স্বপ্ন ছিল বাইক চালাবেন। নিজের ইচ্ছার কথা বাবাকে বলতেই তিনি তার পাশে দাঁড়ান।

দিল্লির জামিয়া মিল্লিয়া ইসলামিয়া কলেজের আরবি ইসলামিক কালচার নিয়ে পড়াশোনা করছেন রোশনি।

তার প্রথম বাইকের হাতেখড়ি মাত্র ৯ বছর বয়সেই। তার বিশ্বাস, কোনো কিছুতেই তার বাইক চালানোর প্যাশনে নাক গলাতে পারবে না।
<iframe allowfullscreen="" frameborder="0" height="360" src="https://www.youtube.com/embed/lBqvbn08Zik?ecver=1" width="640"></iframe>
দিল্লির দ্য বাইকারনি গ্রুপের অন্যতম সদস্য রোশনি। তার কথায়, বাইক চালানো হলো অ্যান্টি-ডিপ্রেশনাল। মহিলাদের কাছে স্বাধীনতার মানে শুধুই স্বাধীন।

ফেব্রুয়ারি ১১, ২০১৭

মন্তব্য করুন: