• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

বাংলাদেশ

ময়মনসিংহে পুলিশের অনলাইন সার্ভিস সেবা চালু

প্রশান্ত দত্ত, ময়মনসিংহ সংবাদদাতা

 প্রকাশিত: ০৭:০৬, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

ময়মনসিংহে পুলিশের অনলাইন সার্ভিস সেবা চালু

ময়মনসিংহ: ময়মনসিংহ জেলায় পুলিশের অনলাইন সার্ভিস সেবা চালু করা হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এ সেবার উদ্বোধন করে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

অনলাইন সার্ভিস সেবা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. মো: আক্কাছ উদ্দিন ভুইয়া, জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, রেঞ্জের পুলিশ সুপার সৈয়দ হারুন অর রশিদ, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিবি) ওসি ইমারত হোসেন গাজীসহ প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, এই অনলাইন সার্ভিস সেবার মাধ্যমে পুলিশ মামলার রির্পোট দ্রুত পাওয়া যাবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে জানুয়ারি মাসে পুলিশে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ পুলিশ পদক প্রদান করা হয়। ময়মনসিংহের ভালুকা থানার ওসি বিভাগের মধ্যে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় তার হাতে পুরস্কার তুলে দেন ডিআইজি।

ফেব্রুয়ারি ১৫, ২০১৪

মন্তব্য করুন: