• ঢাকা

  •  বুধবার, মে ৮, ২০২৪

ভিনদেশ

স্বামী হত্যার অভিযোগে বুলগেরিয়ান সুন্দরীর কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: ০৭:০৯, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

স্বামী হত্যার অভিযোগে বুলগেরিয়ান সুন্দরীর কারাদণ্ড

প্রাক্তন মিসেস বুলগেরিয়া অ্যানিটা মেইজার স্বামীকে অনিচ্ছাকৃত খুনের অভিযোগে ৩ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। তাছাড়া তার বিরুদ্ধে পুলিশকে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগও উঠেছে।

চল্লিশ বছর বয়সি স্বামীর সঙ্গে বেডরুমে যৌনলীলায় মত্ত হয়েছিলেন মডেল অ্যানিটা। পরস্পরের ইচ্ছা মেনে ফ্যান্টাসির অঙ্গ হিসেবে ম্যাসাজ টেবিলের পায়ার সঙ্গে স্বামীর হাত-পা প্লাস্টিক ব্যান্ড দিয়ে বেঁধে দিয়েছিলেন। তার গলায় লাগানো ছিল টাইয়ের আলগা ফাঁস। গোটা দৃশ্যটি রেকর্ড হচ্ছিল ক্যামেরায়।

পুলিশের জেরায় অ্যানিটা জানিয়েছেন, ক্যামেরার সামনে গলায় টাইয়ের ফাঁস লাগানো অবস্থায় পেশি ফুলিয়ে তুলতে গিয়েছিলেন স্বামী। কিন্তু সেই সময় ফাঁসটি আচমকা তার গলায় আটকে যায়। চেষ্টা করেও ফাঁসমুক্ত হতে না পেরে শ্বাসরুদ্ধ হয়ে তিনি মারা যান।

কিন্তু অ্যানিটার বয়ানে অসঙ্গতি পায় গোয়েন্দারা। যৌন ভিডিও রেকর্ডিংয়ের কথা বললেও তা হাজির করতে ব্যর্থ হন প্রাক্তন সেরা সুন্দরী।

অ্যানিটার বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ লোপাটেরও অভিযোগ রয়েছে। তাছাড়া খুনের তদন্তে তার ফ্ল্যাটে পুলিশ হাজির হলে দুই পুলিশ অফিসারকে ৩০ হাজার ইউরো ঘুষের প্রস্তাব দিয়েছিলেন বলে অ্যানিটার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, অ্যানিটার হাতব্যাগ থেকে কয়েক হাজার ডলার ও পাসপোর্ট পাওয়া গেছে। গোয়েন্দাদের অনুমান, তিনি দেশ ছাড়ার পরিকল্পনা করেছিলেন।

স্বামীকে অনিচ্ছাকৃত খুনের দায় স্বীকার করলে অ্যানিটাকে তিন বছরের কারাদণ্ড দেয় আদালত।

ফেব্রুয়ারি ১৬, ২০১৭

মন্তব্য করুন: