• ঢাকা

  •  বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

বাংলাদেশ

মুক্তিযুদ্ধা হিসেবে প্রত্যয়ন পত্র পেলেন গৌরীপুরের আব্দুর রশিদ

মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার ও দিলীপ কুমার দাস

 প্রকাশিত: ০৭:২৪, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

মুক্তিযুদ্ধা হিসেবে প্রত্যয়ন পত্র পেলেন গৌরীপুরের আব্দুর রশিদ

গৌরীপুর (ময়মনসিংহ): গৌরীপুরের আব্দুর রশিদকে মুক্তিযুদ্ধার স্বীকৃতি স্বরূপ প্রত্যয়ন পত্র প্রদান করেন নেত্রকোনা জেলা সদরের মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আইয়ূব আলী।

মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আইয়ূব আলী জানান, ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার বাঘবেড় গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে মোঃ আব্দুর রশিদ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তিনি প্লাটুন কমান্ডার মরহুম আলহাজ্ব আবু সিদ্দিকের নেতৃত্বে ৪নং টাইগার কোম্পানীর একজন মুক্তিযোদ্ধা হিসেবে ১১নং সেক্টরে নেত্রকোনা জেলার বিভিন্ন রনাঙ্গণে যুদ্ধ করেছেন। তিনি তার সহযোদ্ধা ছিলেন।

নেত্রকোনা সদর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আইয়ূব আলী নেত্রকোনা জেলার মোহরকোনা গ্রামের মৃত শমসের আলীর ছেলে। তিনি ১৭/১২/২০১৫ তারিখে সাদা কাগজে তার লাল মুক্তিবার্তা নং-০১১৬০১০১৪৯, বাংলাদেশ গেজেট নং-১১৮ ও ভারতীয় তালিকার কল্যাণ ট্রাস্ট নং ১৪৪২৩ উল্লেখ করে কোন রকম সিলমোহর ছাড়া শুধুমাত্র স্বাক্ষর করে একটি প্রত্যয়ন পত্র প্রদান করেন।

প্রত্যয়ন পত্র প্রদানকালে ইংরেজী দৈনিক দ্য নিউ নেশনে'র গৌরীপুর প্রতিনিধি মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার ও দৈনিক নবকল্যাণ পত্রিকার স্টাফ রিপোর্টার ও সময়বিডি.কম, স্বাধীনবার্তা.কম, নেত্রকোনা নিউজ টুয়েনটিফোর.কম'র সাংবাদিক দিলীপ কুমার দাস উপস্থিত ছিলেন।

এ সময় নেত্রকোনা সদর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আইয়ূব আলী বলেন, 'মুক্তিযুদ্ধ না করেও অনেকেই মুক্তিযোদ্ধা হয়েছেন তাহলে যুদ্ধ করেও আব্দুর রশিদের মুক্তিযোদ্ধা না হওয়ার কি কারণ থাকতে পারে।'

ফেব্রুয়ারি ১৮, ২০১৭

মন্তব্য করুন: