• ঢাকা

  •  শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

ভিনদেশ

ভোটের পর বিয়ে করবেন শর্মিলা

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: ০৬:০২, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

ভোটের পর বিয়ে করবেন শর্মিলা

মণিপুরের লৌহমানবী খ্যাত ইরম শর্মিলা জানিয়েছেন, মণিপুরের বিধানসভা ভোট শেষ হলে তিনি ডেসমন্ড কুটিনহোকে বিয়ে করবেন।

সেনা আইন প্রত্যাহারের দাবিতে ১৫ বছরের অনশন আন্দোলন শেষে পিপলস রিসারজেন্স অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্স নামে নতুন রাজনৈতিক দল গড়েছেন শর্মিলা। থুবল বিধানসভা কেন্দ্র থেকে এবার ভোটেও লড়ছেন তিনি।

ডেসমন্ড কুটিনহোর জন্ম ভারতের গোয়ায় হলেও তিনি ব্রিটিশ নাগরিক। শর্মিলার অনশনের দিনগুলিতে তার পাশে ছিলেন ডেসমন্ড। শর্মিলা সমর্থকদের কাছে কয়েকবার পিটুনিও খেয়েছেন। কিন্তু শর্মিলা অনশন ভাঙার পরেই রহস্যময়ভাবে উধাও হয়ে যান তিনি।

কোনভাবেই তার খোঁজ না পেয়ে হতাশ শর্মিলা যখন রাজনীতিতে নামার ঘোষণা দেন, তখন আবার মঞ্চে ডেসমন্ডের পুনঃপ্রবেশ। এখন সোশ্যাল মিডিয়ায় শর্মিলা সমর্থকদের যাচ্ছেতাই ভাষায় গালমন্দ করছেন তিনি।

শর্মিলার আত্মীয়স্বজন ও সমর্থকদের একাংশের দাবি, ডেসমন্ডে র-এর এজেন্ট, অনশন ভাঙার জন্য তাকে কাজে লাগানো হয়েছে। যদিও শর্মিলা তা মানেন না।

শর্মিলা বলেন, তার কিছু সমর্থক চান না, তিনি রাজনীতিতে নামার পর আর ডেসমন্ড তার সঙ্গে যোগাযোগ রাখুন। কিন্তু একবার যখন মনস্থির করে ফেলেছেন, তাই কারও কথায় মত পাল্টানো তার পক্ষে সম্ভব নয়।

৪৪ বছরের শর্মিলার দাবি, ডেসমন্ড প্রাণভয়ে তার সঙ্গে যোগাযোগ রাখতে পারছিলেন না। যেহেতু তার তিনবার হার্ট অ্যাটাক হয়েছে। বয়সও শর্মিলার থেকে প্রায় ১০ বছর বেশি। ভোট শেষে তাকেই বিয়ে করবেন বলে তিনি জানিয়ে দিয়েছেন।

ফেব্রুয়ারি ১৯, ২০১৭

মন্তব্য করুন: