• ঢাকা

  •  মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

বাংলাদেশ

বিলুপ্ত ছিটমহলে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

লালমনিরহাট সংবাদদাতা

 প্রকাশিত: ০৭:২১, ২১ ফেব্রুয়ারি ২০১৭

বিলুপ্ত ছিটমহলে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

লালমনিরহাট: ৬৮ বছর নিজ ভূমে পরবাসী থাকা বিলুপ্ত ছিটমহলবাসী শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছেন। লালমনিরহাট জেলার অভ্যন্তরে থাকা বিলুপ্ত জনবসতিপূর্ণ ছিটমহলগুলোতে হাজারও মানুষ স্বতঃস্ফূর্তভাবে দিবসটি পালন করছেন।

লালমনিরহাটে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে রাত ১২টা ১মিনিটে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির শুরু হয়। এ ছাড়া বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কমর্সূচির আয়োজন করেছে। কর্মসুচীর মধ্যে, কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত আলোচনা, এক মিনিট নীরবতা পালন, দেশবাসীর মঙ্গল কামনায় মোনাজাত।

এ দিকে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ জেলার কালীগঞ্জে  ও সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপি জেলার হাতীবান্ধা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন।

ফেব্রুয়ারি ২১, ২০১৭

মন্তব্য করুন: