• ঢাকা

  •  শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

বাংলাদেশ

বাল্যবিয়ে মাদক জুয়া বন্ধ পুলিশ ক্যাম্প স্থাপতের দাবীতে মতবিনিময় সভা ও শপথ গ্রহণ

রায়হান উদ্দিন সরকার

 প্রকাশিত: ১৬:৫৯, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

বাল্যবিয়ে মাদক জুয়া বন্ধ পুলিশ ক্যাম্প স্থাপতের দাবীতে মতবিনিময় সভা ও শপথ গ্রহণ

গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহের ভাংনামারী ইউনিয়নে বাল্যবিয়ে, মাদক ও জুয়া খেলা চিরতরে বন্ধ ও নাপ্তের আলগীতে পুলিশ ক্যাম্প স্থাপতের দাবীতে মতবিনিময় সভা ও শপথ গ্রহণ করেছে ইউনিয়নবাসী।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলার ভাংনামারী ইউনিয়নের নাপ্তের আলগী বাজারে এই মতবিনিময় সভা ও শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রথান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্জিনা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল এএসপি) সীমা রানী সরকার, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ সুলতানা, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার আহমেদ ও মহিলা বিষয়ক কর্মকর্তা অনুভা বিশ্বাস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাংনামারী ইউনিয়ন পরিষদের চেয়াম্যান অধ্যাপক মফিজুন নূর খোকা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ভাংনামারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম, সাধারন সম্পাদক জাহিদ হাসনাদ দোলন প্রমূখ।

সমাবেশে শপথ গ্রহণের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চস্থ হয়।

ফেব্রুয়ারি ২৪, ২০১৪

মন্তব্য করুন: