• ঢাকা

  •  বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

বাংলাদেশ

প্রাণী সম্পদ সেবাসপ্তাহ উপলক্ষে র‌্যালী আলোচনা সভা ও ডিম বিতরন

দিলীপ কুমার দাস

 প্রকাশিত: ১৬:১০, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

প্রাণী সম্পদ সেবাসপ্তাহ উপলক্ষে র‌্যালী আলোচনা সভা ও ডিম বিতরন

গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুরে প্রাণী সম্পদ সেবাসপ্তাহ ২০১৭ উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের উদ্যোগে রোববার (২৬ ফেব্রুয়ারী) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে গৌরীপুর পৌর শহরের পাটবাজার মোড় প্রদক্ষিন করে শহীদ হারুন পার্কের সামনে দিয়ে পুনরায় উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়।

পরে সকাল সাড়ে ১০টায় স্থানীয় পাবলিক হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্জিনা অক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলা প্রাণীসম্পদ কর্র্মকর্তা ডা: মোঃ আবু সাঈদ সরকার, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহমেদ, গৌরীপুর উপজেলা খামারীদের পক্ষে মোস্তাক আহাম্মেদ প্রমূখ।

এ সময় গৌরীপুর উপজেলায় কর্মরত বিভিন্ন ঔষধ কোম্পানীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভেটেরিনারী সার্জন ডা: মোঃ  আব্দুল্লাহ আল মামুন।

বেলা সাড়ে ১১টায় গৌরীপুরের গোলকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে শিক্ষার্থীদের মাঝে ডিম বিতরন করা হয়েছে।

ফেব্রুয়ারি ২৬, ২০১৭ 

মন্তব্য করুন: