• ঢাকা

  •  বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

বাংলাদেশ

পার্বতীপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ২০১৭ অনুষ্ঠিত

আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর সংবাদদাতা

 প্রকাশিত: ০৬:৩২, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

পার্বতীপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ২০১৭ অনুষ্ঠিত

পার্বতীপুর(দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ২০১৭ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ অফিস হতে সকাল ১১টায় একটি র‌্যালি বের হয়ে থানা মোড় হয়ে সহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালিতে বিভিন্ন প্রকার স্লোগানের মধ্যে ছিলো- গাভীর মুখে দিলে ঘাস; দুধ পাবেন বারো মাস, হাতের কাছে আছে ডিম; সিদ্ধ করে খেয়ে নিন, ডিম খেলে প্রতিদিন; ব্রেইন বুদ্ধি হবে অসীম ইত্যাদি।

র‌্যালি শেষে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ইদ্রিস আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার মাহমুদুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা ভেটেনারি সার্জন ডাঃ আসাদুজামান, ভেটেনারি ফিল্ড এসিট্যান্ট খলিলুর রহমান, ব্রীজ ফার্মাসিটিক্যাল লিমিটেডের পার্বতীপুর প্রতিনিধি আহসানুল কবির ও পার্বতীপুর দুগ্ধ খামার সমিতির সভাপতি আকতার হোসেন প্রমুখ।

ফেব্রুয়ারি ২৬, ২০১৭

মন্তব্য করুন: