• ঢাকা

  •  বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

ভিনদেশ

মুম্বাই শহরের মূল্য ৮২০ বিলিয়ন ডলার!

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: ১০:২২, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

মুম্বাই শহরের মূল্য ৮২০ বিলিয়ন ডলার!

ভারতের সবচেয়ে ধনী শহর মুম্বাইয়ের সম্পদের মোট মূল্য ৮২০ বিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৫৪ লাখ ৭০ হাজার কোটি টাকার মতো।  নিউ ওয়ার্ল্ড ওয়েলথ রিপোর্টে প্রকাশিত তথ্য অনুযায়ী ভারতের বাণিজ্য নগরীতে বাস করেন ৪৬ হাজার মিলিয়নিয়ার এবং ২৮ জন বিলিয়নিয়ার।

ধনী শহরের তালিকায় দুই নম্বরে রয়েছে দিল্লি এবং তিন নম্বরে বেঙ্গালুরু। দিল্লিতে বাস করেন ২৩ হাজার মিলিয়নিয়ার এবং ১৮ জন বিলিয়নিয়ার। অন্যদিকে বেঙ্গালুরুতে বাস করেন ৭ হাজার ৭০০ জন মিলিয়নিয়ার এবং ৮ জন বিলিয়নিয়ার।

সারা দেশে মোট ২ লাখ ৬৪ হাজার মিলিয়নিয়ার এবং ৯৫ জন বিলিয়নিয়ার রয়েছেন।

২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত ভারতের মোট সম্পদের মূল্য প্রায় ৬.২ ট্রিলিয়ন মার্কিন ডলার।

ফেব্রুয়ারি ২৭, ২০১৭

মন্তব্য করুন: