• ঢাকা

  •  শনিবার, এপ্রিল ২০, ২০২৪

অর্থ ও কৃষি

লালমনিরহাটে অতিরিক্ত মূল্যে ইউরিয়া সার বিক্রি

লালমনিরহাট সংবাদদাতা

 প্রকাশিত: ১০:৪৯, ১ মার্চ ২০১৭

লালমনিরহাটে অতিরিক্ত মূল্যে ইউরিয়া সার বিক্রি

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলার হাটে বাজারে ইরি-বোরো মৌসুমের শুরুতেই অতিরিক্ত মূল্যে বিক্রি হচ্ছে ইউরিয়া সার। আবার জমাট বাঁধা ইউরিয়া সার নিয়ে বিপাকে পড়েছে কৃষকরা।

এই সুযোগ কাজে লাগিয়ে অতি মুনাফালোভী ব্যবসায়ীরা যমুনা ইউরিয়া সার অধিক মূল্যে বিক্রি করছে।

এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা কৃষি কর্মকর্তা বিপ্লব কুমার মোহন্ত ২ দিন আগে কমলাবাড়ি ইউনিয়নের কুমড়িরহাট বাজারের সার ব্যবসায়ী মেসার্স নূরুজ্জামান ফার্টিলাইজার সপ নামের দোকানে অভিযোন চালায়। এ সময় ৫০ বস্তা যমুনা ইউরিয়া সার জব্দ করে কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করেন।

কৃষকদের অভিযোগ, ৮'শ টাকা বস্তা ইউরিয়া সার বাধ্য হয়ে তাদের ১ হাজার থেকে ১১'শ টাকায় কিনতে হচ্ছে। আর ৮'শ টাকা বস্তা যে সার বিক্রি হচ্ছে তা জমাট বাঁধা হওয়ায় গুণগত মান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

আদিতমারী উপজেলা কৃষি কর্মকর্তা বিপ্লব কুমার মোহন্ত জানান, অতিরিক্ত দামে কেউ সার বিক্রি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ফেব্রুয়ারি ২৮, ২০১৭

মন্তব্য করুন: