• ঢাকা

  •  শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

বাংলাদেশ

'জাল' কাবিনের অভিযোগে গৌরীপুরে থানায় জিডি

দিলীপ কুমার দাস

 প্রকাশিত: ১৬:১৪, ৪ মার্চ ২০১৭

'জাল' কাবিনের অভিযোগে গৌরীপুরে থানায় জিডি

গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার নয়াপাড়ার বাসিন্দা মো. নূরুল ইসলামের নাবালক প্রতিবন্ধী ছেলে তৌহিদুল আলম (১৫) সাথে ঢাকার বাসিন্দা আব্দুল কাদেরের মেয়ের বিয়ে নিয়ে 'জাল' কাবিনের অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে ছেলের বাবা নূরুল ইসলাম গৌরীপুর থানায় সাধারন ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা যায়,  ৬ জানুয়ারি ২০১৪ তারিখে ঢাকার বিজয় নগর বধির হাই স্কুলে ৯ম শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় করাইল বস্তিবাসী আব্দুল কাদের  (মেয়ের বাবা) মরিয়ম বিথীকে তৌহিদুল আলমের পিছনে লেলিয়ে দেয় এবং ইচ্ছার বিরুদ্ধে ছেলের প্রকৃত বয়স ধামাচাপা দিয়ে ৫ লাখ টাকা কাবিন দেখিয়ে 'জাল' রেজিষ্ট্রি কাবিন করেন ঢাকার এক কাজী আবুল বাশার মো. ওয়ালিউর রহমান। মেয়ের বাবা উকিল বাবা সেজে একটি 'ভুয়া' রেজিষ্ট্রি কাবিন করেন। কাবিনের  কিছুদিন  পর মেয়ের বাবা তার মেয়েকে গ্রহন করার জন্য ছেলের বাবাকে প্রস্তাব দিলে তিনি তা প্রত্যাক্ষান করেন। এরপর ছেলের বাবাকে মেয়ের বাবা বিভিন্ন ভাবে মোবাইল ফোনের মাধ্যমে কাবিনের টাকা আদায়সহ মিথ্যা মামলায় জড়ানোর ভয়ভীতি প্রদর্শন করতে থাকেন। ছেলের বাবা নিরুপায় হয়ে মেয়ের বাবা ও কাজীর বিরুদ্ধে গৌরীপুর থানায় ২২ অক্টোবর ২০১৬ তারিখে একটি জিডি করেন। জিডি নং ৭১২।

এই ঘটনায় ছেলের পরিবার মেয়ের প্রতারক বাবা ও কাজীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

মার্চ ৪, ২০১৭

মন্তব্য করুন: