• ঢাকা

  •  মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪

প্রযুক্তি

মোবাইলে ৩টি নতুন জীবণুর সন্ধান

প্রযুক্তি ডেস্ক

 প্রকাশিত: ০৭:১৮, ১৬ মার্চ ২০১৭

মোবাইলে ৩টি নতুন জীবণুর সন্ধান

আমাদের সর্বক্ষণের সঙ্গী স্মার্টফোনে  তিনটি নতুন প্রজাতির জীবাণুর সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা। সম্প্রতি ভারতের পুনেতে বিজ্ঞানীরা এক গবেষণায় এই জীবাণুর সন্ধান পান।

পশ্চিমি দেশের গবেষকদের মন্তব্য যে, টয়লেটের কমোডের থেকেও নোংরা হলো আমাদের মোবাইল ফোন।

পুনের ন্যাশনাল সেন্টার ফর সেল সায়েন্স (এনসিসিএস)-এর গবেষকরা সম্প্রতি এই মোবাইল ফোনেই তিনটি একদম নতুন প্রজাতির জীবাণুর সন্ধান পেয়েছেন। এর মধ্যে দুটি ব্যাক্টেরিয়া এবং একটি ফাংগাস বা ছত্রাক।

এর আগে এই ব্যাক্টেরিয়া ও ছত্রাকের উল্লেখ কোনো গবেষণাপত্রে নেই। আবিষ্কৃত নতুন দুটি ব্যাক্টেরিয়ার নাম দেওয়া হয়েছে লাইসিনব্যাসিলাস টেলিফোনিকাস (Lysinbacillus telephonicus) ও মাইক্রোব্যাকটেরিয়াম টেলিফোনিকাম (Microbacterium telephonicum) এবং নতুন প্রজাতির ছত্রাকের নাম দেন পাইরিনোচিটা টেলিফোনি (Pyrenochaeta telephoni)।

২০১৫ সালে সাওদার্ন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির মলিকুলার মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর উইলিয়াম ডেপাওলো এক গবেষণায় জানান, শৌচাগারের বসার জায়গায় সচরাচর তিন ধরনের ব্যাক্টেরিয়া দেখা যায়। কিন্তু, আমাদের মোবাইল সেটে গড়ে ১০ থেকে ১২ রকমের ব্যাক্টেরিয়া ও ছত্রাকের উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে।

বিজ্ঞানীরা বলছেন, ঘামে ও স্ক্রিনের উপর জমে থাকা নোংরায়, অনুকূল পরিবেশ পেয়ে দিব্যি বাড়ছে এই জীবাণুরা।

বিজ্ঞানীরা জানিয়েছেন, তারা ২৭টি মোবাইল ফোনের স্ক্রিন থেকে ৫১৫টি বিভিন্ন ধরনের ব্যাক্টেরিয়া ও ২৮ প্রজাতির ছত্রাক পেয়েছেন।

মার্চ ১৫, ২০১৭

মন্তব্য করুন: