• ঢাকা

  •  শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

ছুটির ফাঁকে

ভারতীয়দের টয়লেট সেন্স নেই!

ভ্রমণ ডেস্ক

 প্রকাশিত: ০৬:২৪, ১৮ মার্চ ২০১৭

ভারতীয়দের টয়লেট সেন্স নেই!

টয়লেটের দরজা বন্ধ করে কে কী করবেন, তা বোঝা মুশকিল। তবে বুঝা যায়, যদি টয়লেট ব্যবহার করার কারণে নির্দিষ্ট স্টপেজের বাইরে গিয়ে বিমান অবতরণ করাতে হয়, শুধুমাত্র শৌচাগার মেরামত করতে।

মোদী সরকার শৌচাগার ব্যবহারে অভ্যস্ত করতে স্বচ্ছ্ব ভারত অভিযান চালু করেছেন। কিন্তু শিক্ষায় ও সম্পদে যারা এগিয়ে, এবং নিয়মিত বিদেশে যাওয়া আসা করেন তারাও নাকি ঠিকমতো শৌচাগার ব্যবহার করতে পারেন না!

এমনই মতামত দিচ্ছে এয়ারলাইন্সগুলো। কারণ; শুধুমাত্র ভারতীয়দের টয়লেট সেন্সের অভাবে বছরে কয়েক লাখ টাকা ক্ষতি হচ্ছে এয়ারলাইন্সগুলোর।

আন্তর্জাতিক রুটে প্লেনের টয়লেটে প্লাস্টিকের বোতল, কাগজের কাপ, ডায়পার, টিসু পেপার ফেলে আসা ভারতীয় যাত্রীদের নিয়মিত ব্যাপার। এর ফলে কমোডের ফ্ল্যাশ সিস্টেম আটকে গিয়ে টয়লেট ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। এরপর নিকটবর্তী কোনো বিমানবন্দরে ফ্লাইট ল্যান্ড করিয়ে ফ্ল্যাস সিস্টেম মেরামত করে ফের বিমান ওড়াতে অনেক দেরি হয়ে যায়। এতে অর্থনৈতিক ক্ষতি হয়। প্রায়শই এই অভিজ্ঞতার সন্মুখীন হয় এয়ার ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়ার আন্তর্জাতিক ফ্লাইটে প্রতি মাসে ৩০ থেকে ৬০টি এ ধরনের ঘটনা ঘটে বলে জানানো হয়েছে।

এই পরিস্থিতি মোকাবিলায় এয়ার ইন্ডিয়া বেশ কিছু সচেতনতামূলক প্রচার শুরু করেছে। অন্যান্য দেশের যাত্রীদের মধ্যে টয়লেট ব্লক করার এই প্রবণতা অনেক সময় দেখা যায়। তবে ভারতীয়দের মধ্যে এই সমস্যা সবচেয়ে বেশি।

মার্চ ১৮, ২০১৭

মন্তব্য করুন: