• ঢাকা

  •  বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

বাংলাদেশ

শাকিলের খুনীদের ফাঁসির দাবিতে মানববন্ধন-সমাবেশ

মো. সাইদুর রহমান খান আবু সাঈদ

 প্রকাশিত: ০৭:১২, ১ এপ্রিল ২০১৭

শাকিলের খুনীদের ফাঁসির দাবিতে মানববন্ধন-সমাবেশ

গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী শাকিল আহমেদের খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে শুক্রবার (৩১ মার্চ) ভার্টেক্স টিচিং পয়েন্টের উদ্যোগে উপজেলা পরিষদ সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়।

প্রতিষ্ঠানের পরিচালক মো. শহীদুল ইসলাম মিল্টনের সভাপতিত্বে খুনীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে বক্তব্য রাখেন কিল্লা বোকাইনগর ফাযিল মাদরাসার প্রভাষক মো. রফিকুল ইসলাম, শাকিলের শিক্ষক ওয়াহিদুল ইসলাম, কাজী সানাউল হক, মো. দেলোয়ার হোসেন, এজেএম মাকসুদুল আলম, পঙ্কজ সরকার, এএসএম মিজানুর রহমান, নাজমুল ইসলাম, চম্পা সরকার, সাদিয়া খন্দকার পুষ্প, তরু রানী পাল, দীপক বসাক, সুমি আক্তার, শামছুন্নাহার, রিফাত হাসান, প্রিতেষ সরকার, মো. রফিকুল ইসলাম।

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, শফিকুল ইসলাম শফিক, আজমাঈন নূর সাজিন, হাবিবা চৌধুরী, সুরাইয়া খানম দোলা, শাহনাজ আক্তার মিনি, হাছনাত জাহান নিশাত, জান্নাতুল মাওয়া নিছা, সৃজন্তী বসাক সিঁদুর, উম্মে তাসলিমা আনিকা, ইফতেখার ইসলাম ইফতি, ফারিয়া তাবাসুসম, লাবিবা ইসলাম, খায়রুন নাহার, অযুফা আক্তার, আবু জাফর ইমন, সামিয়া হাসান ছোঁয়া, তামান্না নাজনীন মিতু, সাবিকুন্নাহার কাকন প্রমুখ।

সমাবেশ শেষে শাকিলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন ভার্টেক্স টিচিং পয়েন্টের উপদেষ্টা মাওলানা মোঃ রফিকুল ইসলাম।

গৌরীপুর সরকারি কলেজের বাণিজ্য শাখার ছাত্র শাকিলকে বুধবার (২২ মার্চ) ইট দিয়ে থেঁতলে হত্যা করে। সে ২ এপ্রিল অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার পরীক্ষার্থী ও বাংলাদেশ সেনাবাহিনীর রিক্রুটকৃত সৈনিক। বাংলাদেশ সেনাবাহিনীতে ২০১৮ সালের ১ জানুয়ারি যোগদানের কথা ছিলো।

মার্চ ৩১, ২০১৭

মন্তব্য করুন: