• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

প্রবাসের কথা

ছাত্রদল নেতা নুরুল আলম হত্যাকাণ্ডের বিচার দাবি অস্ট্রেলিয়া ছাত্রদলের

কায়াস মাহমুদ জনি

 প্রকাশিত: ০৭:১৯, ১ এপ্রিল ২০১৭

ছাত্রদল নেতা নুরুল আলম হত্যাকাণ্ডের বিচার দাবি অস্ট্রেলিয়া ছাত্রদলের

মেলবোর্ন: ছাত্রদল নেতা নুরুল আলম হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়েছে অস্ট্রেলিয়া ছাত্রদল।

এক প্রেস বিজ্ঞপ্তিতে অস্ট্রেলিয়া ছাত্রদলের সভাপতি কায়াস মাহমুদ জনি বলেন, ক্রসফায়ারের নামে আইন বহির্ভুত হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায়না। সুষ্ঠ তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

তিনি আরো বলেন, অপরাধীর সাজা দেওয়ার এখতিয়ার শুধুমাত্র মহামান্য আদালতের। চিহ্নিত অপরাধীরা যেখানে নির্বিঘ্নে চলাফেরা করছে, দেশের মানুষ এই হত্যাকাণ্ডকে কোনো ভাবেই মেনে নিবে না।

তিনি আরও বলেন, অস্ট্রেলিয়া ছাত্রদলের পক্ষ থেকে আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও বিচারের দাবি জানাচ্ছি। সুষ্ঠ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা দেশবাসীর সামনে তুলে ধরার জন্য গণমাধ্যমের সাহসী সাংবাদিক এবং প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষ ও সরকারে নিকট দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহব্বায়ক,জাতীয়তাবাদী হেল্প সেলের সিনিয়র সদস্য নুরুল আলম নুরুকে বুধবার রাতে সাদা পোশাকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যায়। পরের দিন কর্ণফুলী নদীতে কাছে তার লাশ পাওয়া যায়।

আরও প্রতিবাদ জানান সাবেক অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি এবং বর্তমান কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং যুবদলের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব মনিরুল হক জর্জ। তাছাড়াও অস্ট্রেলিয়া বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে দোষীদের আইনের আওতায় আনার দাবি করেন। বিজ্ঞপ্তি

মার্চ ৩১, ২০১৭

মন্তব্য করুন: