• ঢাকা

  •  শনিবার, এপ্রিল ২০, ২০২৪

বাংলাদেশ

গৌরীপুরে উৎসবমুখর স্টুডেন্ট কেবিনেট নির্বাচন

মো. সাইদুর রহমান খান আবু সাঈদ

 প্রকাশিত: ০৭:৩০, ১ এপ্রিল ২০১৭

গৌরীপুরে উৎসবমুখর স্টুডেন্ট কেবিনেট নির্বাচন

গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৪০টি উচ্চ বিদ্যালয় ও মাদরাসায় ক্ষুদে মন্ত্রী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৪৬৭জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ কার্যক্রম পরিদর্শন করেন গৌরীপুর পৌরসভার মেয়র ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল আলম জানান, ২৮টি উচ্চ বিদ্যালয় ও ১২টি মাদরাসার ২১৬টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার ২৩ হাজার ১১১জন। তাদের মধ্যে ছাত্রী ১২ হাজার ২৭৯জন।

গৌরীপুর আর.কে সরকারি উচ্চ বিদ্যালয়ে বিজয়ীরা হলো ইসরাত তাহমিদ তানিম, সুস্ময় সরকার দিপ্ত, মোঃ তারেক রহমান শিমুল, মোঃ রিয়ানুর করিম রৌদ্র, মাহিনূর রহমান টুক্কু, আদনান আরাফাত প্রতিক, মোঃ শরিফুল ইসলাম চৌধুরী, মেহেদি হাসান শিপন।

অগ্রদূত নিকেতন আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিজয়ীরা হলো মোঃ জুয়েল মিয়া, মোছাঃ ফাতেমা আক্তার, মোঃ সজিব মিয়া, মোঃ গফুর বাদশাহ, মোছাঃ মীম আক্তার, মোঃ তরিকুল ইসলাম, মোছাঃ মারজানা আক্তার, মোঃ মিনহাজ্ব উদ্দিন আকন্দ।

নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ে বিজয়ীরা হলো সানরিনা সানোয়ার আইরিন, তামান্না তাবাসসুম হাফসা, জান্নাতুল ফেরদৌস শশী, নওশীন তাবাসসুমা হাওয়া, নূরে জান্নাত লাবনী, মোঃ সিয়াম খান পাঠান, মোঃ মিজানুর রহমান, ওয়ারেসাত হোসেন রাজু।

পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বিজয়ীরা হলো রাব্বিকা সুলতানা সারা, রোকাইয়া বিনতে এমদাদ, ফারিয়া সুলতানা নিশাত, নিশাত তাবাসসুম রিশা, নূসরাত জাহান লিটা, ইসরাত জাহান, ইভা মাহমুদা রহমান মুন্নী, মাকসুদা আক্তার লিলি।

প্রত্যেকটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্য থেকে প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী নির্বাচন কমিশনার ও প্রিজাইডিং কর্মকর্তা, নিরাপত্তার দায়িত্ব পালন করে স্কাউট দল।

মার্চ ৩১, ২০১৭

মন্তব্য করুন: