• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

বাংলাদেশ

সায়মা ওয়াজেদ ডব্লিউএইচও’র চ্যাম্পিয়ন মনোনীত

নিউজ ডেস্ক

 প্রকাশিত: ০৫:২১, ৩ এপ্রিল ২০১৭

সায়মা ওয়াজেদ ডব্লিউএইচও’র চ্যাম্পিয়ন মনোনীত

অটিজম এবং নিওরোডেভলোপমেন্টাল ডিজঅর্ডার বিষয়ক বাংলাদেশ ন্যাশনাল অ্যাডভাইজারি কমিটির চেয়ারপার্সন সায়মা ওয়াজেদ হোসেন দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলে অটিজম বিষয়ক বিশ্ব স্বাস্থ্য সংস্থার চ্যাম্পিয়ন হিসেবে মনোনীত হয়েছেন।

শনিবার (০১ মার্চ) ভারতের রাজধানী নয়াদিল্লীতে দক্ষিণ-পূর্ব এশীয় বিষয়ক ডব্লিউএইচও’র আঞ্চলিক অফিস ০২ এপ্রিল বিশ্ব অটিজম দিবস পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেয়।

সংস্থাটি ডব্লিউএইচও চ্যাম্পিয়ন হিসাবে সায়মা ওয়াজেদের নাম ঘোষণা দিয়ে বলেন, তিনি জাতীয় নীতিমালা ও কৌশল বিষয়ে প্রচারণার জন্য অঞ্চলের ১১টি সদস্য দেশের সাথে অ্যাডভোকেসিতে সহায়তা দেবেন। ডব্লিউএইচও তাকে অটিজমের জন্য একজন শক্তিশালী প্রচারক হিসাবে মনোনীত করেছে।

ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক ড. পুনম খেত্রপাল সিং বলেন, সায়মা ওয়াজেদ হোসেন তার নিজ দেশ বাংলাদেশে স্বাস্থ্য এজেন্ডায় অটিজমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে আন্তরিক প্রচেষ্টা চালান এবং অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার ও অন্যান্য মানসিক এবং নিউরোডেভলোপমেন্টাল ডিজঅর্ডারস এ আঞ্চলিক ও বৈশ্বিক আকর্ষণে সহায়তা করেন।

তিনি বলেন, সদস্য দেশগুলোতে সচেতনতা সৃষ্টি এবং কার্যকর ব্যবস্থা নিতে আঞ্চলিক চ্যাম্পিয়ন হিসাবে তার সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। অটিজমের জন্য একজন আঞ্চলিক চ্যাম্পিয়ন হিসেবে সায়মা ওয়াজেদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন।

মার্চ ০৩, ২০১৭

মন্তব্য করুন: