• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

বাংলাদেশ

গৌরীপুর থানার এসআই মিজান কারাগারে

গৌরীপুর সংবাদদাতা

 প্রকাশিত: ০৪:৫৩, ৫ এপ্রিল ২০১৭

গৌরীপুর থানার এসআই মিজান কারাগারে

গৌরীপুর (ময়মনসিংহ): নারী কনস্টবলের আত্নহত্যা মামলায় ময়মনসিংহের গৌরীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে মিজানকে ৭ দিনের রিমান্ডে চাইলে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার আহমেদ জানান, সোমবার রাতে হালিমার বাবা বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন বাদী হয়ে গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর এসআই মিজানকে প্রত্যাহার করে ময়মনসিংহ পুলিশলাইন্সে ক্লোজ করা হয়।

উল্লেখ্য, গত রোববার দুপুরে গৌরীপুর থানার এসআই মিজানের সঙ্গে প্রেমঘটিত বিষয়ে নিজ শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন কনস্টবল হালিমা। পরে ঢাকায় নেওয়ার পথে ভালুকায় তার মৃত্যু হয়। হালিমার বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা থানায়।

এপ্রিল ০৫, ২০১৭

মন্তব্য করুন: