• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

বাংলাদেশ

কব্জি দিয়ে লিখে পরীক্ষা দিচ্ছে শাহ আলম

আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট সংবাদদাতা

 প্রকাশিত: ০৬:০৯, ৫ এপ্রিল ২০১৭

কব্জি দিয়ে লিখে পরীক্ষা দিচ্ছে শাহ আলম

লালমনিরহাট: হাত নেই; তাতে কী! কব্জি দিয়ে লিখেই এইচএসসি পরীক্ষা দিচ্ছে শাহ আলম। তারপরও হাতের লেখা সুন্দর। পরিবারের বোঝা নয়, উচ্চ শিক্ষা গ্রহন করে প্রশাসনিক ক্যাডার হওয়ার স্বপ্ন দেখছে সে।

শাহ আলম হাতীবান্ধা আলিমুদ্দিন কলেজ থেকে এবার বানিজ্য বিভাগে মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে।

শাহ আলম লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের পুর্ব বিছনদই গ্রামের কৃষক একরামুল হকের পুত্র।

শাহ আলম ৫ ভাইবোনের মধ্যে ৪র্থ। সাত সদস্যের সংসারে অভাব অনটনের মাঝেও নিজের প্রতিবন্ধীতাকে জয় করে লেখা পড়া করে যাচ্ছে।

এসএসসি পরীক্ষায় শাহ আলম পারুলিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় থেকে অংশ নিয়ে জিপিএ ৪.১৭ পেয়েছিল।

শাহ আলম বলেন, আমি আমার পরিবারের বোঝা নয়, সহায়ক হতে চাই। লেখাপড়া করে মানুষের মত মানুষ হতে চাই। আমার স্বপ্ন প্রশাসনিক ক্যাডার হওয়ার কিন্তু স্বপ্ন পূরণে প্রতিবন্ধীতা নয়, আমার প্রতিবন্ধক অভাব।

হাতীবান্ধা আলিমুদ্দিন কলেজের অধ্যক্ষ সারওয়ার হায়াত খান বলেন, শাহ আলম প্রতিবন্ধী হলেও মেধাবী। দরিদ্রতা তার লেখাপড়ায় বাধা। সহযোগিতা পেলে তার স্বপ্ন পূরণ সম্ভব।

এপ্রিল ০৫, ২০১৭

মন্তব্য করুন: