• ঢাকা

  •  মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

বাংলাদেশ

হাতীবান্ধায় বিদ্যুৎ প্রকৌশলীর শাস্তির দাবীতে মিছিল ও প্রতিবাদ

লালমনিরহাট সংবাদদাতা

 প্রকাশিত: ১২:৩২, ১৫ এপ্রিল ২০১৭

হাতীবান্ধায় বিদ্যুৎ প্রকৌশলীর শাস্তির দাবীতে মিছিল ও প্রতিবাদ

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় বিদ্যুৎ স্পৃষ্টে ৪ জনের মৃত্যুর ঘটনায় বিদ্যুৎতের আবাসিক প্রকৌশলী সিরাজুল ইসলামের শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিদ্যুৎ শ্রমিক লীগ।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) তারা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় ডাক বাংলো মাঠে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক লীগের সম্পাদক আমিনুর রহমান ডন, উপজেলা ছাত্রলীগের সম্পাদক ফাহিম শাহরিয়ার জিহান, বিদ্যুৎ শ্রমিক লীগের সভাপতি আলতাব হোসেন বাবু ও সম্পাদক আজিজুল ইসলাম বাবু প্রমুখ।

উল্লেখ্য, গত ৫ এপ্রিল লালমনিরহাটের হাতীবান্ধায় বিদ্যুৎ বিভাগের গাফিলতির কারণে বিদ্যুৎস্পৃষ্টে ৪ জনের মৃত্যু ঘটে। এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবী করে আন্দোলন করে আসছে স্থানীয় বিদ্যুৎ শ্রমিক সংগঠনগুলো।

এপ্রিল ১৫, ২০১৭

মন্তব্য করুন: