• ঢাকা

  •  শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

ভিনদেশ

সিরিয়ায় বাস কনভয়ে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১১২

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: ১০:১৪, ১৬ এপ্রিল ২০১৭

সিরিয়ায় বাস কনভয়ে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১১২

সিরিয়ায় বাস কনভয়ে বোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা ১১২ ছাড়িয়েছে। উত্তর সিরিয়ায় একটি ত্রাণবাহী বাসের কনভয় থেকে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটানো হয় বলে দাবি আসাদ সরকারের। ঘটনাটি ঘটেছে সিরিয়া সরকারের শক্তঘাঁটি হিসেবে পরিচিত পশ্চিম আলেপ্পো শহরের বাইরে।

শনিবার (১৫ এপ্রিল) সকালে বিদ্রোহী অধ্যুষিত ইউলিবের ফোয়া ও কেফ্রায়া থেকে ঘরছাড়া মানুষদের বাসে করে আলেপ্পোয় আনা হচ্ছিল। রাজধানীতে ঢোকার ঠিক আগে রাশিদিনে কনভয় দাঁড়াতেই আচমকা আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটে। ঘটনায় বেশ কয়েকটি বাস পুরোপুরি রাস্তায় মিশে যায়।

ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত ১০০-এরও বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারনা উদ্ধারকারী দল ও পুলিশের। তবে এখন পর্যন্ত এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি কোনও সংগঠন।

উল্লেখ্য, যুদ্ধ বিধ্বস্ত এলাকা থেকে সিরিয়ার নাগরিকদের উদ্ধার করার জন্য সম্প্রতি আসাদ সরকারের সঙ্গে স্থানীয় কিছু বিদ্রোহী সংগঠনের যুক্তি হয়। সেই উদ্যোগ এখন প্রায় অন্ধকারে।

এপ্রিল ১৬, ২০১৭

মন্তব্য করুন: