• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

বাংলাদেশ

আগামী সংসদ নির্বাচন যথাসময়ে হওয়া নিয়ে সংশয় কাদেরের

লালমনিরহাট সংবাদদাতা

 প্রকাশিত: ১২:৩২, ১৭ এপ্রিল ২০১৭

আগামী সংসদ নির্বাচন যথাসময়ে হওয়া নিয়ে সংশয় কাদেরের

লালমনিরহাট: জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যথা সময়ে হবে কি না, তা নিয়েও সংশয় আছে। দেশে রাজনীতির পরিবেশ প্রতি নিয়ত নষ্ট হয়ে যাচ্ছে।

আওয়ামী লীগ ও বিএনপির প্রতি মানুষ বিশ্বাস রাখতে পারছে না। মানুষের বিশ্বাসের শেষ ভরসা এখন জাতীয় পার্টি। জাতীয় পার্টি এখন আশার প্রদীপ হয়ে গেছে।

তিনি শনিবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা স্কুল এন্ড কলেজ মাঠে ইউনিয়ন জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি ওই এলাকার সাবেক সংসদ সদস্য মরহুম মজিবর রহমানের কথা স্বরণ করে বলেন, মজিবর রহমান এ অঞ্চলে জাতীয় পার্টির জনপ্রিয়তা ধরে রেখে ছিলেন। আগামী সংসদ নিবার্চনে জাতীয় পার্টির প্রার্থী রোকন উদ্দিন বাবুলকে ভোট দিয়ে সেই জনপ্রিয়তা ধরে রাখতে হবে। তিনি আগামী নির্বাচনে উওরাঞ্চলের ২২টি আসন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এরশাদকে উপহার দিতে দলীয় নেতা-কর্মীদের আহবান জানান।

জাপা নেতা আলী আহম্মেদ মাষ্টারের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রোকন উদ্দিন বাবুল, কেন্দ্রীয় সদস্য এস কে খাজা মাঈনুদ্দীন, গোলাম মোস্তফা, এম জি মোস্তফা, অ্যাডভোকেট আবু তৈয়ব, মোস্তফা সেলিম বেঙ্গল, আদিতমারী উপজেলা জাতীয় পাটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার, সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবাহান ও যুগ্ন সম্পাদক গোলাপ মিয়া প্রমুখ।

সম্মেলন শেষে আলী আহমেদ মাষ্টারকে সভাপতি, জয়নাল আবেদীন বেলালকে সাধারন সম্পাদক ও গৌরাঙ্গ সরকারকে সাংগঠনিক সম্পাদক করে একটি কমিটি ঘোষনা করা হয়।

এপ্রিল ১৭, ২০১৭

মন্তব্য করুন: