• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

বাংলাদেশ

আদিতমারীতে স্বামীর নির্যাতনে হাসপাতালে স্ত্রী

লালমনিরহাট সংবাদদাতা

 প্রকাশিত: ১২:৪০, ২৪ এপ্রিল ২০১৭

আদিতমারীতে স্বামীর নির্যাতনে হাসপাতালে স্ত্রী

আদিতমারী (লালমনিরহাট): যৌতুকলোভী স্বামীর নির্যাতনে সেলিনা বেগম (২০) নামের এক গৃহবধু আদিতমারীতে হাসপাতালে চিকিৎসাধীন। নির্যাতনের শিকার সেলিনা উপজেলার ভাদাই ইউনিয়নের মোক্তার আলীর মেয়ে ও লালমনিরহাট সরকারী কলেজের ডিগ্রী প্রথম বর্ষের ছাত্রী।

শনিবার (২২ এপ্রিল) হাসপাতাল গিয়ে কথা হয় নির্যাতনের শিকার সেলিনা বেগমের (২০) সাথে। তিনি জানান, দুই বছর আগে তার বিয়ে হয় সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি গ্রামের আফসার আলীর ছেলে এরশাদুল হক রানার (২৮) সাথে। বিয়ের সময় যৌতুক হিসেবে নগদ দেড় লাখ টাকা ও কিছু আসবাবদপত্র দেয়া হয়। আরএফএল কোম্পানীর সেলস এন্ড মার্কেটিং পদে চাকুরির সুবাদে বিয়ের পর দিনাজপুরে বসবাস করেন। সেখানে থাকাকালীন রানা আরও তিন লাখ টাকা যৌতুকের জন্য শারীরিক নির্যাতন শুরু করে। যৌতুক দিতে না পারায় ডিভোর্স দেয়ার জন্য চাপ প্রয়োগ করেন রানা। এরপর সেখান থেকে শ্বশুরবাড়ি চলে এলে সেখানেও তাকে নির্যাতন করতো রানা।

এদিকে গত শুক্রবার সকাল থেকে যৌতুকের জন্য স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে রানা মেয়েটিকে এলোপাতাড়ি মারধর করে গলাটিপে হত্যার চেষ্টা চালায়। স্বামীর অমানুষিক নির্যাতন সইতে না পেরে সন্ধ্যার দিকে স্বামীর বাড়ি থেকে কৌশলে পালিয়ে বাবার বাড়ি আসেন সেলিনা। রাতেই গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য আদিতমারী হাসপাতালে ভর্তি করা হয়। সেলিনার শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

মেয়ের বাবা মোক্তার আলী কান্না জড়িত কন্ঠে বলেন, যৌতুকের কারনে আমার মেয়েকে এভাবে কোন মানুষ নির্যাতন করতে পারে না। তিনি এ ঘটনায় রবিবার আদালতে মামলা করবেন বলেও জানান।

আদিতমারী হাসপাতালে চিকিৎসক আব্দুস সালাম শেখ জানান, মেয়েটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সুস্থ হয়ে উঠতে কিছুটা সময় লাগবে।

এপ্রিল ২৪, ২১০৭

মন্তব্য করুন: