• ঢাকা

  •  শনিবার, এপ্রিল ২০, ২০২৪

প্রযুক্তি

ধর্ষণ ঠেকাবে সেন্ডেল!

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: ১২:১০, ২২ মে ২০১৭

ধর্ষণ ঠেকাবে সেন্ডেল!

এবার ধর্ষণ থেকে বাঁচতে মেয়েদের হাতিয়ার হতে পারে সেন্ডেল। এই অভিনব আত্মরক্ষার হাতিয়ারটি আবিষ্কার করেছেন ভারতের হায়দরাবাদের ১৭ বছর বয়সি কিশোর সিদ্ধার্থ মন্ডলা।

এই 'ইলেক্ট্রো সু' কি ভাবে কাজ করবে? তার ব্যাখ্যা দিতে গিয়ে সিদ্ধার্থ জানায়, এই সেন্ডেলে রয়েছে একটি বিশেষ ধরনের সার্কিট বোর্ড। হাঁটার উপর নির্ভর করবে এর চার্জিং প্রক্রিয়া। অর্থাৎ, যিনি যতো বেশি হাঁটবেন এই সেন্ডেল পরে, ততোবেশি চার্জ স্টোর থাকবে এর ব্যাটারিতে। বৈজ্ঞানিক পরিভাষায় একে ‘পিয়েজোইলেক্ট্রিক এফেক্ট’ বলে। কোনো মহিলাকে কেউ আক্রমণ করলে এই সেন্ডেল পরা পা আক্রমনকারীর শরীরে শুধু ছোঁয়াতে হবে। তাহলেই সেই ব্যক্তির শরীরে ছড়িয়ে পড়বে ০.১ এএমপি তড়িৎ প্রবাহ। শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে খবর পৌঁছে যাবে স্থানীয় পুলিশ স্টেশন এবং পরিবারের কাছে।

২০১২ সালে নির্ভয়ার সঙ্গে ঘটে যাওয়া নারকীয় ধর্ষণকাণ্ডের পরেই মেয়েদের সুরক্ষার জন্যে আত্মরক্ষার হাতিয়ার তৈরি করার ভাবনা মাথায় আসে সিদ্ধার্থ মন্ডলার।

মে ২২, ২০১৭

মন্তব্য করুন: