• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

ভিনদেশ

পরীক্ষায় ৯৯.৯ শতাংশ পেয়ে সন্ন্যাসী হতে চান বর্ষিল

আনন্দবাজার থেকে

 প্রকাশিত: ০৭:২৩, ১০ জুন ২০১৭

পরীক্ষায় ৯৯.৯ শতাংশ পেয়ে সন্ন্যাসী হতে চান বর্ষিল

প্রতি বছরই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশের সংবাদ মাধ্যমে ভেসে ওঠে কিছু উজ্জ্বল হাসিমুখ। সাফল্যের আনন্দে উচ্ছ্বল সেই পড়ুয়াদের অধিকাংশই স্বপ্ন দেখে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার। আর এই ভাল ফলের সঙ্গেই জুড়ে যায় ভবিষ্যত জীবনের সফলতার স্বপ্ন। কিন্তু পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে সন্ন্যাসী হওয়ার স্বপ্ন দেখছেন এমন কথা শুনেছেন কেউ?

ভারতের গুজরাটের বর্ষিল শাহ। উচ্চমাধ্যমিক বোর্ডের পরীক্ষায় ৯৯.৯ শতাংশ নম্বর পেয়েছে। কিন্তু, অর্থ উপার্জনের উচ্চাশা বা নিশ্চিত সাফল্যের স্বপ্ন দেখেন না ১৭ বছরের এই পড়ুয়া। গুজরাট টপার হয়েও জৈন সন্ন্যাসী হয়ে শান্তি খোঁজাকেই জীবনের লক্ষ্য করে ফেলেছেন তিনি।

মেধাতালিকার শীর্ষে থেকেও তা উদযাপনের কথা ভাবেননি বর্ষিল। এমনকী, স্কুলে মার্কশিট পর্যন্ত আনতে যাননি। গুরুর পথ অনুসরণ করে এখন তার জীবনের একটাই লক্ষ্য, সন্ন্যাস গ্রহণ।

ধার্মিক পরিবারে জন্ম বর্ষিলের। পরিবার সূত্রে খবর, চার বছর বয়স থেকেই সন্ন্যাসী হওয়ার ইচ্ছা ছিল তার। পরে সিদ্ধান্ত বদল হয়। ছেলের বেছে নেওয়া আধ্যাত্মিকতার পথে পূর্ণ সমর্থনও ছিল জৈন ধর্মে দীক্ষিত বাবা, মায়ের। জৈন সন্ন্যাসীদের সাহায্য না পেলে বর্ষিল এই সাফল্য পেত না বলে তাদের মত। বর্ষিলের বাবা  জিগরভাই শাহ আয়কর দফতরের কর্মকর্তা।  মা আমিবেন শাহ ছাড়াও বর্ষিলের পরিবারে রয়েছেন তার বড় এক বোন জৈনিনি।

জুন ১০, ২০১৭

মন্তব্য করুন: