• ঢাকা

  •  শনিবার, এপ্রিল ২০, ২০২৪

বাংলাদেশ

পাহাড় ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৩৫

নিউজ ডেস্ক

 প্রকাশিত: ০৮:২১, ১৪ জুন ২০১৭

পাহাড় ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৩৫

পাহাড় ধসে পার্বত্য তিন জেলা ও চট্টগ্রামে মৃতের সংখ্যা বেড়ে ১৩৫ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে চার জন সেনাবাহিনীর সদস্য। তারা উদ্ধারকাজ চালাতে গিয়ে নিহত হয়েছেন। তবে এখন পর্যন্ত ঠিক কতজন আহত হয়েছেন বা নিখোঁজ কতজন তার সঠিক হিসেব পাওয়া যায় নি।

সোমবার (১২ জুন) ও মঙ্গলবার (১৩ জুন) এই দুই দিনে পাহাড় ধসে এই ভয়াবহ বিপর্যয় নেমে আসে।

সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে রাঙ্গামাটি জেলায়। শেষ খবর পাওয়া পর্যন্ত রাঙ্গামাটিতে ১০৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাছাড়া, চট্টগ্রামে ২৫ জন ও বান্দরবানে ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

সেনাবাহিনী উদ্ধারকাজে তৎপর রয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

জুন ১৪, ২০১৭

মন্তব্য করুন: