• ঢাকা

  •  শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

জীবন-যাপন

বিশ্বে প্রতি ১০ লাখে ৪ জনের এই রক্তের গ্রুপ

লাইফস্টাইল ডেস্ক

 প্রকাশিত: ১১:২০, ১৪ জুন ২০১৭

বিশ্বে প্রতি ১০ লাখে ৪ জনের এই রক্তের গ্রুপ

বিশ্ব রক্তদান দিবসে এমন একটি ব্লাড গ্রুপ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাঠকদের সঙ্গে শেয়ার করা যাক যা কী না অতি বিরল। এই গ্রুপের নাম 'বম্বে' ব্লাড গ্রুপ। এই রক্তের গ্রুপের মানুষের সংখ্যা অত্যন্ত কম। সারা বিশ্বে এই ব্লাড গ্রুপের অধিকারী ব্যক্তির শতকরা পরিমাণ ০.০০০৪ শতাংশ।

মুম্বই (পূর্বতন বম্বে)-এ ১৯৫২ সালে প্রথম এক ব্যক্তির রক্ত পরীক্ষা করে এই বিশেষ গ্রুপের সন্ধান মেলে। তাই নাম বম্বে ব্লাড গ্রুপ। ডাক্তারি ভাষায় 'oh' গ্রুপ। ভারতে মাত্র ৪০০ জনের এই বিশেষ গ্রুপের রক্ত। সম্প্রতি ঢাকায় এক ব্যক্তির প্রাণ বাঁচায় বম্বে ব্লাড গ্রুপ।

১) অতি বিরল ABO গ্রুপের এই রক্ত প্রথম পাওয়া যায় বম্বেতে।

২) ইউরোপ ও জাপানের কিছু মানুষের রক্তে এই বিশেষ গ্রুপের সন্ধান মিলেছে। এছাড়া পূর্ব ভারতে এই গ্রুপের রক্ত পাওয়া গেছে।

৩) বম্বে ব্লাড গ্রুপে 'H' অ্যান্টিজেন থাকে না। 'A', 'B', 'AB' ও 'O' গ্রুপের রক্তে যা থাকে।

৪) এই গ্রুপের রক্তের ব্যক্তিদের অন্য কোনও কোনও গ্রুপের রক্ত দেওয়া যায় না। কেবল বম্বে ব্লাড গ্রুপের রক্তই দেওয়া যেতে পারে। যেহেতু বিরল গ্রুপ, রক্ত জোগাড় করতে না পারলে প্রাণহানির আশঙ্কা থাকে।

৫) সারা বিশ্বে মাত্র ০.০০০৪ শতাংশ মানুষের, অর্থাৎ প্রতি ১০ লাখে ৪ জনের এই রক্তের গ্রুপ।

জুন ১৪, ২০১৭

মন্তব্য করুন: