• ঢাকা

  •  বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

বাংলাদেশ

গৌরীপুর পৌরসভার ৫৩ কোটি টাকার বাজেট ঘোষণা

রায়হান উদ্দিন সরকার ও দিলীপ কুমার দাস

 প্রকাশিত: ১৫:৪৬, ১৬ জুন ২০১৭

গৌরীপুর পৌরসভার ৫৩ কোটি টাকার বাজেট ঘোষণা

ময়মসিংহের গৌরীপুর পৌরসভার ২০১৭-১৮ র্অথবছরের নতুন কোনো করারোপ ছাড়াই ৫৩ কোটি ৯ লাখ ৬৩ হাজার ১০১ টাকার বাজেট ঘোষণা করা হয়ছে।

বৃহস্পতবিার (১৫ জুন) বিকেলে গৌরীপুর পৌরসভায় এক সাংবাদিক সম্মেলনে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম।

প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়ছেে ৫২ কোটি ৮৮ লাখ ৫৩ হাজার ৩০৫ টাকা ও স্থিতি ২১ লাখ ৯ হাজার ৭৯৬ টাকা।

বাজেট অনুষ্ঠান পরচিালনা করেন পৌরসভার সচিব মোঃ তায়েব আলী।

এতে উপস্থিত ছিলেন গৌরীপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান, সহকারি প্রকৌশলী মদন মোহন দাস, প্যানেল মেয়র এস আলী আহাম্মদ, পৌর কাউন্সিলর আব্দুল কাদির, আতাউর রহমান, সাইফুল ইসলাম রিপন, মহিলা কাউন্সিলর শিউলী চৌধুরী, জেসমিন আক্তার ও দেলোয়ারা বেগম।

আগামী দিনের বাসযোগ্য ও ডিজিটাল নগরী গড়তে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে মেয়র সৈয়দ রফিকুল ইসলাম এই বাজেট ঘোষণা করেন। তিনি বলনে, ১৯২৭ সনে প্রতিষ্ঠিত গৌরীপুর পৌরসভা। আজকরে এই পৌর শহরকে দূষণমুক্ত পরিকল্পিত ডিজিটাল মডেল শহরে পরিণত করতে চাই। শিশুদের বিনোদনের জন্য গৌরীপুরের ঐতিহ্যবাহী অনন্তসাগরের পাড়ে সৌন্দর্য্য বর্ধন কর্মসূচী চলছে। সেখানে সব বয়সের মানুষের জন্য বসা ও শিশুদের বিনোদনের ব্যবস্থা থাকবে। দূষণমুক্ত বাতাসের জন্য ইতোমধ্যে নিম গাছ লাগানো হয়ছে।

তিনি আরও বলেন, আমরা চাই এই শহর হবে প্রত্যেকটি মানুষের প্রিয় শহর। তবে এর জন্য সর্বস্তরের মানুষকে সহযোগিতা করতে হবে।

প্রশ্নোত্তর পর্বে গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম জানান, সরকার যে কর নির্ধারন করেছে এর বাহিরে নতুন করে এ বাজেট পৌরবাসীর উপর আর কোন কর আরোপ করা হয় নাই।  গৌরীপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মশিউর রহমান কাউসার, পৌর শহরের একটি সড়কের নির্মান কাজের অভিযোগ করলে মেয়র তাৎক্ষনিক পদক্ষেপ গ্রহন করে সহকারী প্রকৌশলী মদন মোহন দাসকে সড়কটির ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন।

গৌরীপুর পৌরসভা মিলনায়তনে বাজেট ঘোষণা অনুষ্ঠানে সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

জুন ১৬, ২০১৭

মন্তব্য করুন: