• ঢাকা

  •  শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

বাংলাদেশ

অসামাজিক কার্যকলাপের দায়ে গাজীপুরে ৬৭ জন আটক

নিজস্ব সংবাদদাতা

 প্রকাশিত: ১১:০৩, ১৮ জুন ২০১৭

অসামাজিক কার্যকলাপের দায়ে গাজীপুরে ৬৭ জন আটক

অসামাজিক কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে গাজীপুরের টঙ্গী ও কোনাবাড়ি এলাকায় আবাসিক হোটেলে বিশেষ অভিযান চালিয়ে ৭৬ জন নারী-পুরুষকে আটক করেছে জয়দেবপুর ও টঙ্গী থানা পুলিশ।

শনিবার (১৭ জুন) সকাল থেকে প্রায় বেলা ২টা পর্যন্ত চালানো অভিযানে তাদের আটক করা হয়।

গাজীপুরে পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মোমিনুল ইসলাম জানান, গাজীপুরে বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ হচ্ছে এমন খবরের ভিত্তিতে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত টঙ্গী এলাকায় হলিডে, বন্ধন ও লতিফ আবাসিক হোটেল এবং কোনাবাড়ি এলাকায় অতিথি, ড্রিম ল্যান্ড, রোজগার্ডেনসহ বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালানো হয়।

অভিযানে ওই আবাসিক হোটেলগুলো থেকে ৪০ জন পুরুষ ও ৩৬ জন নারীকে আটক করে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

এর আগের দিনও গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৬৭ নারী-পুরুষকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে গাজীপুরের জেলা প্রশাসন।

জুন ১৮, ২০১৭

মন্তব্য করুন: