• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

ভিনদেশ

প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দ

নিউজ ডেস্ক

 প্রকাশিত: ০৯:২৫, ১৯ জুন ২০১৭

প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দ

ইহলোকের মায়া ত্যাগ করলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দ মহারাজ। রবিবার (১৮জুন) সন্ধ্যায় তিনি পরলোক গমন করেন। পরলোক গমনকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর।

স্বামী আত্মস্থানন্দ মহারাজ বার্ধক্যজনিত রোগের কারণে ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি থেকে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে চিকিৎসাধীন ছিলেন। ছিল কিডনি জনিত সমস্যাও। শনিবার থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ভেন্টিলেশনে রাখা হয়েছিল।

এদিকে স্বামী আত্মস্থানন্দ মহারাজের প্রয়াণের খবরে শোকের ছায়া নেমে আসে ভক্তদের মাঝে। শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রধানমন্ত্রী হওয়ার পর কলকাতায় আত্মস্থানন্দের সঙ্গে দেখাও করেছিলেন মোদী। এদিন প্রয়াণের খবর পেয়ে শোক জ্ঞাপন করে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘স্বামী আত্মস্থানন্দ মহারাজ মহাপুরুষ ছিলেন। বহু প্রজন্ম তাঁর অবদানের কথা মনে রাখবে। যখনই কলকাতায় যেতাম, তখনই তাঁর আশীর্বাদ নিতাম।’

রামকৃষ্ণ মঠ ও মিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার রাত সাড়ে ৯টায় সম্পন্ন হবে শেষকৃত্য।

জুন ১৯, ২০১৭

মন্তব্য করুন: