• ঢাকা

  •  শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

বাংলাদেশ

লালমনিরহাটে সরকারি রাস্তা কেটে ড্রেন, দুর্ভোগে গ্রামবাসীরা

আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট সংবাদদাতা

 প্রকাশিত: ০৮:২৭, ৫ জানুয়ারি ২০১৭

লালমনিরহাটে সরকারি রাস্তা কেটে ড্রেন, দুর্ভোগে গ্রামবাসীরা

লালমনিরহাট: নিজের আলু ক্ষেতে সেচের পানি দিতে সরকারি রাস্তা কাটার অভিযোগ উঠেছে মহিলা অধিদপ্তরের এক কর্মচারীর বিরুদ্ধে। ক্ষমতার অপব্যবহার করে ওই রাস্তার মাঝখানে কেটে গভীর ড্রেন তৈরি করেছেন তিনি।

এতে করে রাস্তাটি দিয়ে নিয়মিত চলাচলকারী গ্রামবাসীরা চরম দুভোর্গের শিকার হচ্ছেন। এ নিয়ে ভুক্তোভোগীরা স্থানীয় ইউপি সদস্যকে অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাচ্ছে না বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের হরদত্ত গ্রামে।

সরেজমিনে দেখা যায়, গ্রামীন একটি কাঁচা রাস্তার ঠিক মাঝ বরাবর দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ একটি ড্রেন খনন করা হয়েছে। মহেন্দ্রনগর ইউনিয়নের হরদত্ত গ্রামের মান্নান কেরানীর বাড়ি থেকে বুদা'র বাশেঁরতল যাওয়ার ওই রাস্তাটিতে প্রায় ৪ মিটার গভীরতার ড্রেনটি ঠিক মাঝ বরাবর থাকায় প্রায় সময়ই উল্টে যাচ্ছে রিক্সা, সাইকেল ও মোটর সাইকেল।

গ্রামবাসীরা জানায়, নিজের আলুর ক্ষেতে সেচ দেওয়ার জন্য প্রভাব খাটিয়ে দিনেদুপুরে ড্রেনটি খনন করেছেন মঞ্জুরুল ইসলাম বসুনীয় ওরফে বিটু নামের স্থানীয় এক ব্যক্তি। তিনি মহেন্দ্রনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ. জলিল বসুনিয়ার ছেলে এবং বর্তমান ইউপি চেয়ারম্যান মশিউর রহমান স্বপনের বোন জামাই। পাশাপাশি তিনি লালমনিরহাট জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে ক্রেডিট সুপারভাইজার পদে সরকারি চাকুরী করেন।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সন্দেস আলী ও পূন্য চন্দ্র বলেন,‘রাস্তার মাঝ দিয়ে ড্রেন খনন করতে নিষেধ করা হয়েছিল। কিন্তু বিটু বসুনিয়া তাদের কথা উপেক্ষা করে অনেকটা গায়ের জোরেই নিজের সেচের জন্য রাস্তাটি খনন করে গ্রামবাসীদের চলাচলের অনুপোযোগী করেছেন।’

এ বিষয়ে তারা স্থানীয় ইউপি সদস্যের নিকট অভিযোগ করেছেন বলে জানিয়েছেন।

মহন্দ্রেনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য ওয়াসিম বসুনিয়া সাংবাদিকদের বলেন,‘গ্রামবাসীদের অভিযোগ পাওয়ার পর আমি রাস্তাটি স্বচক্ষে দেখতে যাওয়ার সময় নিজেই মোটর সাইকেলসহ ড্রেনে পরে গিয়েছিলাম।’ এখনো তার পায়ে সেই ব্যাথা রয়েছে বলে জানান তিনি।

এ সময় তিনি আরো বলেন,‘এভাবে সরকারি রাস্তা কেটে চলাচলের বিঘ্ন সৃষ্টি করে ড্রেন তৈরী করার এখতিয়ার কারো নেই।’ বিষয়টি তিনি লিখিত ভাবে চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারকে জানাবেন বলে উল্লেখ করেন।

এ দিকে বিষয়টি নিয়ে কথা বলতে একাধিকবার যোগোযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ করেননি মহেন্দ্রনগর ইউনিয়নের চেয়ারম্যান মহিউর রহমান স্বপন।

তবে তার বোন জামাই মঞ্জুরুল ইসলাম বসুনীয় ওরফে বিটু রাস্তার মাঝ খানে খনন করে ড্রেন তৈরীর কথা স্বীকার করে বলেন, ‘এতে চলাচলে কারো সমস্যা হয়নি। তবে ২/১ দিনের মধ্যে তার সেচের কাজ শেষ হলেই রাস্তাটি তিনি মেরামত করে দিবেন বলে জানান।

লালমনিরহাট সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম বলেন, বিষয়টি তার জানা নেই। তবে কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

জানুয়ারি ০৫, ২০১৬

মন্তব্য করুন: