• ঢাকা

  •  বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

ভিনদেশ

১০ কোটি টাকা ঘুষ দিয়ে জামিনে ধর্ষক!

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: ০৭:৩৩, ২০ জুন ২০১৭

১০ কোটি টাকা ঘুষ দিয়ে জামিনে ধর্ষক!

ধর্ষণে অভিযুক্ত ভারতের উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী গায়ত্রী প্রজাপতির জামিনে প্রশ্ন উঠেছে বিচারকদের বিশ্বাসযোগ্যতা নিয়ে। প্রজাপতি জামিন পেতে ১০ কোটি টাকা ঘুষ দিয়েছিলেন বিচারকদের এমন অভিযোগ উঠেছে। অভিযোগের প্রমাণও মিলেছে।

এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি দিলীপ বি ভোসলে প্রজাপতির জামিন কীভাবে হয়েছিল তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন।

গোয়েন্দা তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। দেখা গেছে, যে সব গুরুত্বপূর্ণ আদালতে ধর্ষণ ও খুনের মতো নৃশংস অপরাধের মামলার বিচার হয়, সেখানে বিচারকদের নিয়োগ ও বদলির ক্ষেত্রে দুর্নীতি হয়েছে।

ভোসলে তার রিপোর্টে জানিয়েছেন, অতিরিক্ত জেলা জজ তথা নগর দায়রা আদালতের বিচারক ওপি মিশ্র, যিনি ২৫ এপ্রিল গায়ত্রী প্রজাপতিকে জামিন দিয়েছিলেন, তাকে তার অবসরের মাত্র তিন সপ্তাহ আগে ৭ এপ্রিল পক্সো আদালতের বিচারক হিসেবে বদলি করা হয়। যে বিচারক গত এক বছর ধরে দায়িত্বের সঙ্গে নিজের দায়িত্ব পালন করছিলেন, তাকে অন্যায়ভাবে ও নিয়মের বাইরে গিয়ে সরিয়ে সেই জায়গায় আনা হয়েছিল ওপি মিশ্রকে।

তদন্ত রিপোর্টে বলা হয়েছে, প্রজাপতির জামিনের জন্য ১০ কোটি টাকা রফা হয়েছিল। এরমধ্যে ৫ কোটি টাকা ভাগ করে নেন মিডলম্যান হিসেবে কাজ করা ৩ আইনজীবী। আর বাকি ৫ কোটি ভাগ করে দেওয়া হয় ওপি মিশ্র এবং জেলা জজ রাজেন্দ্র সিং-এর মধ্যে। এই রাজেন্দ্র সিং-ই মিশ্রকে পক্সো আদালতে নিয়োগ করেছিলেন।

জুন ২০, ২০১৭

মন্তব্য করুন: