• ঢাকা

  •  শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

ছুটির ফাঁকে

প্লেনে জন্ম তাই আজীবন ফ্রি টিকিট পাস

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: ০৭:৫৩, ২০ জুন ২০১৭

প্লেনে জন্ম তাই আজীবন ফ্রি টিকিট পাস

সম্প্রতি প্লেনে জন্মগ্রহন করা এক শিশুর আজীবন ফ্রি ভ্রমনের পাস দিয়েছে জেট এয়ারওয়েজ।

রবিবার (১৮ জুন) সৌদি আরবের দাম্মাম থেকে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে ভারতের কোচি ফিরছিলেন ৩০ সপ্তাহের অন্তঃসত্ত্বা যাত্রী। বিমান যখন মধ্য আকাশে তখনই প্রসব যন্ত্রণা ওঠে। ফ্লাইটটি মুম্বইয়ে অবতরন করার চেষ্টা চলার মাঝেই সন্তান প্রসব করেন অন্তঃসত্ত্বা।

ফ্লাইটে যাত্রীদের মধ্যে একজন প্যারামেডিক ছিলেন, যিনি জেট এয়ারওয়েজের প্রশিক্ষিত নার্সদের সহায়তায় সন্তান প্রসব করান। বিমানে জন্মগ্রহণের কারণে জেট এয়ারওয়েজের পক্ষ থেকে সদ্যোজাতকে উপহার দেওয়া হয় বিমানযাত্রার আজীবন ফ্রি পাস।

জেট এয়ারওয়েজ জানায়, মুম্বইয়ে অবতরণের পরেই সদ্যোজাত ও তার মাকে হাসপাতালে ভর্তি করা হয়। কোচিতে মহিলার পরিবারকে খবরও পাঠানো হয়।

বিমান সংস্থার নিয়ম অনুযায়ী ৩৬ সপ্তাহ পর্যন্ত অন্তঃসত্ত্বা মহিলারা বিমানে যাত্রা করতে পারেন। তবে তার জন্যে তাদের চিকিৎসকের থেকে ফিট সার্টিফিকেট জমা দিতে হয়।

শিশুটির জন্মের সময় বিমানটি ভারতের আকাশেই ছিল বলে মনে করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত নবজাতকের নাগরিকত্ব সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

জুন ২০, ২০১৭

মন্তব্য করুন: