• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

ভিনদেশ

যুদ্ধবিমান তৈরিতে টাটা- লকহিড মার্টিন সংস্থার চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: ০৮:২২, ২০ জুন ২০১৭

যুদ্ধবিমান তৈরিতে টাটা- লকহিড মার্টিন সংস্থার চুক্তি

ভারতে এফ-১৬ যুদ্ধবিমান বানাতে আমেরিকার লকহিড মার্টিন সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হলো টাটা অ্যাডভান্সড সিস্টেমস। সম্প্রতি প্যারিস এয়ার শো'তে এই ঘোষণা করলো দুই সংস্থা।

তৎকালীন সোভিয়েত ইউনিয়ন থেকে আমদানি করা যুদ্ধবিমান বহরে আমূল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বিমান বাহিনী। তবে নরেন্দ্র মোদী সরকারের শর্তানুযায়ী, ভারতীয় সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এদেশেই বিমান তৈরি করতে হবে। ভারতীয় বিমান বাহিনীর কয়েক মিলিয়ন কোটি টাকার অর্ডার পেতে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট ওয়ার্থে নিজেদের কারখানা ভারতে সরিয়ে আনার কথা চিন্তাভাবনা করছে লকহিড মার্টিন সংস্থা।

এই চুক্তির ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'মেক ইন ইন্ডিয়া' প্রকল্পের সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 'আমেরিকা ফার্স্ট' নীতির সংঘাতের সম্ভাবনা দেখা দিয়েছে। ট্রাম্পের দাবি, ভিনদেশে বিনিয়োগ করার বদলে আমেরিকাতেই লগ্নি হওয়া বাঞ্ছনীয়। এতে আমেরিকায় কর্ম সংস্থান বাড়বে বলে বিশ্বাস।

তবে প্যারিস এয়ারশো-তে টাটা ও লকহিড মার্টিন যৌথ বিবৃতিতে জানিয়েছে, ভারতে কারখানা গড়লেও আমেরিকায় কর্মসংস্থানের সুযোগ মিলবে।

প্রসঙ্গত, আগামী ২৬ জুন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রথম সাক্ষাত্‍ করতে আমেরিকা রওনা হচ্ছেন মোদী। গত কয়েক বছরে সামরিক ক্ষেত্রে ভারত ও আমেরিকার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে। এই তালিকায় রয়েছে ইজরায়েল ও রাশিয়াও।

ভারতে প্রস্তুত এফ-১৬ যুদ্ধবিমান বিশ্বের বিভিন্ন দেশে বিক্রির সম্ভাবনার কথাও প্যারিসের প্রদর্শনীতে জানিয়েছে টাটা-লকহিড মার্টিন। জানা গেছে, ভারতে তৈরি হবে এফ-১৬ সিরিজের সর্বাধুনিক যুদ্ধবিমান মডেল 'বল্ক ৭০'।

জুন ২০, ২০১৭

মন্তব্য করুন: