• ঢাকা

  •  শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

বাংলাদেশ

উৎসবমুখর পরিবেশে বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপতি হচ্ছে

নিউজ ডেস্ক

 প্রকাশিত: ০৬:০৬, ২৬ জুন ২০১৭

উৎসবমুখর পরিবেশে বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপতি হচ্ছে

ঢাকা: এক মাস সিয়াম সাধনার পর বাংলাদেশের মুসলমানরা ঈদুল ফিতর উদযাপন করছে উৎসবমুখর পরিবেশে।

বরাবরের মত এবারও ঈদের প্রধান জামাত হয়েছে ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে, যেখানে অংশ নিয়েছেন রাষ্ট্রপতি থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি, পেশার লাখো মুসলমান।

সোমবার (২৬ জুন) সকালেই দলে দলে মানুষ রাজধানীসহ দেশের বিভিন্ন ঈদগাহ ময়দান ও মসজিদে ছোটে ঈদের নামাজ আদায় করতে।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাত হয় সকাল ৭টায়। জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়।

নামাজ শেষে বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করেন মাওলানা মিজানুর রহমান।

জামাত শেষে পরস্পরের সঙ্গে কোলাকোলি ও কুশল বিনিময়ের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সবাই।

গতবছর ঈদুল ফিতরের সকালে শোলাকিয়ায় জঙ্গি হামলার প্রেক্ষাপটে এবার সব ঈদ জামাত ঘিরে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। যারা ঈদ জামাতে অংশ নিতে এসেছেন, তাদের যেতে হয়েছে তল্লাশির মধ্য দিয়ে। জায়নামাজ ছাড়া আর কিছু যাতে কেউ সঙ্গে না আনেন, সে বিষয়ে আগেই সবাইকে সতর্ক করেছিল পুলিশ।

জুন ২৬, ২০১৭

মন্তব্য করুন: