• ঢাকা

  •  মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫

বিনোদন

নজরুল সংগীত গুরু সুধীন দাশ আর নেই

বিনোদন ডেস্ক

 প্রকাশিত: ০৪:৩৬, ২৮ জুন ২০১৭

নজরুল সংগীত গুরু সুধীন দাশ আর নেই

বিখ্যাত সংগীতজ্ঞ, স্বরলিপিকার ও নজরুল গবেষক সুধীন দাশ পরলোক গমন করেছেন। মঙ্গলবার (২৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

সুধীন দাশ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মঙ্গলবার সকালে তাকে হাসপাতালে নেওয়া হয়। তখন থেকেই চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে নিয়ে যান।

সুধীন দাশ ১৯৮৮ সালে একুশে পদক পান।  এছাড়া পেয়েছেন বহু পুরস্কার ও সম্মাননা। প্রখ্যাত এই সঙ্গীতজ্ঞের জন্ম ১৯৩০ সালে কুমিল্লা শহরের তালপুকুরের বাগিচাগাঁওয়ে। বাবা নিশিকান্ত দাশ ও মা হেমপ্রভা দাশ। সন্তানদের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ বৃহস্পতিবার (২৯শে জুন) সকাল ১০টায় নেয়া হবে নজুরুল ইন্সটিটিউটে এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে ১১টায় রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। পরে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হবে পোস্তগোলা শ্মশানে।

জুন ২৮, ২০১৭

মন্তব্য করুন: