• ঢাকা

  •  শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

ছুটির ফাঁকে

লালমনিরহাটে পর্যটন কেন্দ্রগুলোতে মানুষের ঢল, তবে...

আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট সংবাদদাতা

 প্রকাশিত: ১১:১৮, ২৯ জুন ২০১৭

লালমনিরহাটে পর্যটন কেন্দ্রগুলোতে মানুষের ঢল, তবে...

লালমনিরহাট: ঈদের দিন বিকেল থেকেই লালমনিরহাটের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো হাজারো মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। পরিবার, আত্নীয়-স্বজন ও বন্ধু-বান্ধব নিয়ে হাজারো মানুষ ভীর করছে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ, শালবন, তিনবিঘা করিডোর, বোতলের তৈরী বাড়ি, বুড়িমারী স্থলবন্দর জিরো পয়েন্ট, চা বাগান, কবি শেখ ফজলুল করিমের বাড়ী, বিমান ঘাটি ও আনন্দলোক মিলিটারী ফার্মে।

তবে ওই সব দর্শনীয় এলাকায় পানীয় জল ও টয়লেট ব্যবস্থা না থাকায় আনন্দের জন্য পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসা মানুষজনের মধ্যে শিশু ও মহিলারা চরম বিরম্বনার পড়েন।

সরেজমিনে দেখা গেছে, ঈদের দিন থেকে শুরু করে ৩ দিন ধরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লালমনিরহাট জেলা ও জেলার বাইরে থেকে হাজার হাজার মানুষ ঘুরতে আসতে দেখা গেছে। দুর দুরান্ত থেকে আসা দর্শনার্থীদের টয়লেট, বসার আসন বা কোন খাবারের দোকান না থাকলেও উপচে পড়া ভির লক্ষ্য করা গেছে।

ইদের পর ৩য় দিন বুধবার কথ হয় রংপুর লালবাগ থেকে বেড়াতে আসা সামসুল আলম, উম্মে হাসিনা, ফয়জাল হোসেন ও আবু আশরাফের সাথে। কেমন ঘুরলেন? এ কথার জবাবে তারা বলেন, একটু আনন্দের জন্য পরিবারের সকলকে নিয়ে ঘুরতে এসেছি। দেশের গৌরব বৃহত্তম তিস্তা ব্যারেজ ও শালবনে বছরে ঈদে ঘুরতে আসা অনেক কিছুর অভাবে দূর্ভোগে পড়তে হয়। এসব এলাকার মধ্যে তিস্তা ব্যারেজ, আনন্দলোক মিলিটারী ফার্ম ছাড়া অন্য কোথাও নিরাপত্তার ব্যবস্থা নেই। কোথায়ও পানীয় জল ও টয়লেট ব্যবস্থা নেই। তবুও ঈদে একটু আনন্দের জন্য পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়াতে আসা।

ঈদের দিন থেকে তিস্তা নদী অববাহিকার তিস্তা ব্যারেজে পা ফেলার স্থান নেই। অপরদিকে তিনবিঘা করিডোর, বুড়িমারী স্থালবন্দর, শালবন ও আনন্দলোক মিলিটারী ফার্মে মানুষের ভিড়ে মুখরিত। জেলার পাটগ্রাম উপজেলায় রয়েছে তিনবিঘা করিডোর ও দহগ্রাম-আঙ্গরপোতা। এসব স্থানেও দর্শনার্থীরা ভীর করছেন।

কুড়িগ্রাম থেকে বেড়াতে আসা সাবিনা আক্তার, ইছামুদ্দিন, মমিনুর রহমান জানান, ঈদ উপলক্ষে হাতীবান্ধা আত্নীয়ের বাড়িতে বেড়াতে এসেছি। বিভিন্ন স্থান ঘুরে বেড়াচ্ছি। খুব ভাল লাগছে।

এদিকে ইদে পর্যটন কেন্দ্র গুলোর কোথাও যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্তক অবস্থায় রয়েছেন।

জুন ২৯, ২০১৭

মন্তব্য করুন: