• ঢাকা

  •  বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

বাংলাদেশ

ধরলায় পানি বেড়েছে, কমেছে তিস্তায়

আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট সংবাদদাতা

 প্রকাশিত: ১০:৫৪, ১৩ জুলাই ২০১৭

ধরলায় পানি বেড়েছে, কমেছে তিস্তায়

লালমনিরহাট: উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে লালমনিরহাটে ধরলা নদীর পানি বেড়েছে, তবে তিস্তাসহ অন্য ছোট নদীগুলোর পানি কমতে শুরু করেছে। ফলে তিস্তা তীরবর্তী এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও মানুষের দুর্ভোগের উন্নতি হয়নি।

অন্যদিকে সদর উপজেলার ধরলা নদীর তীরবর্তী কুলাঘাট, বড়বাড়ী ও মোগলহাট ইউনিয়নের বেশ কিছু পরিবার নতুন করে পানিবন্দি হয়ে পড়েছে। ধরলার পানি লালমনিরহাট পয়েন্টে বুধবার (১২ জুলাই) বিপদসীমার ২৫ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হলেও তিস্তা নদীর দোয়ানী পয়েন্টে বিপদসীমার ১০ সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানিবন্দি ও বন্যায় ক্ষতিগ্রস্থ লোকজনের মাঝে দুই দিন ধরে লালমনিরহাট জেলা প্রশাসক আবুল ফয়েজ মোঃ আলাউদ্দিন খানসহ উপজেলা চেয়ারম্যান ও ইউএনও গণ ত্রাণ বিতরণ করছে। জেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর জন্য ১৫০ মে. টন চাল বরাদ্দ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম বলে জানিয়েছেন স্থানীয় জন প্রতিনিধিরা।

হাতীবান্ধা উপজেলার সির্ন্দুনা ইউনিয়ন চেয়ারম্যান নুরল আমিন জানান, বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো অনেক পরিবার পানিবন্দি অবস্থায় পড়ে আছে। নিম্ন আয়ের লোকজন কাজ না থাকায় বিপাকে পড়েছে। মানুষজনের মাঝে ত্রাণ বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনা অনেক কম। যে কারণে ত্রাণ বিতরণে তালিকা তৈরী করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড দোয়ানী’র নির্বাহী প্রকৌশলী মোস্তফিজুর রহমান বলেন, ভারত থেকে পানি আসায় তিস্তা নদীর পানি গত ২ দিন বৃদ্ধি পেলেও এখন কমতে শুরু করেছে। তিস্তা তীরবর্তী এলাকায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। আমরা প্রতি মুহুর্তে বন্যা পরিস্থিতি মনিটরিং করছি।

লালমনিরহাট জেলা প্রশাসক আবুল ফয়েজ মোঃ আলা উদ্দিন খাঁন জানান, তিস্তা নদীসহ ছোট নদী গুলোর পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তা তীরবর্তী এলাকাগুলোতে বন্যা দেখা দেয়। পানি কমে যাওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ইতোমধ্যে ১৫০ মেঃ টন চাল ত্রাণ হিসাবে বরাদ্দ পাওয়া গেছে। ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। প্রতিটি ক্ষতিগ্রস্থ পরিবারকে সহযোগিতা করা হবে।

জুলাই ১৩, ২০১৭

মন্তব্য করুন: