• ঢাকা

  •  বুধবার, এপ্রিল ১৭, ২০২৪

বাংলাদেশ

সততা স্টোর, ক্রেতা থাকবে বিক্রেতা নয়

আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট সংবাদদাতা

 প্রকাশিত: ০৫:৫২, ১৫ জুলাই ২০১৭

সততা স্টোর, ক্রেতা থাকবে বিক্রেতা নয়

লালমনিরহাট: সততা স্টোর। এ যেনো সততার পরীক্ষাগার। নতুন প্রজন্মের মধ্যে সততা শেখানোর জন্য গড়ে তোলা হয়েছে সততা স্টোর। পণ্যের গায়ে নির্ধারিত দাম দেখে ক্যাশ বক্সে টাকা দিয়ে পছন্দের পণ্য কিনে নিয়ে যাবেন ক্রেতা। অর্থাত ওই সততা স্টোরে কোনো বিক্রেতা নেই।

মঙ্গলবার (১১ জুলাই) সকালে লালমনিরহাটের আদিতমারী জি এস মডেল স্কুল অ্যান্ড কলেজে এমন একটি সততা স্টোরের উদ্বোধন করেন ওই উপজেলার ইউএনও আসাদুজ্জামান।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ সমুহ স্বল্প মুল্যে দিতে ও তাদের সততা মাধ্যমে জীবন তৈরী করায় সততা স্টোরের প্রধান উদ্দেশ্য।

ওই বিদ্যালয়ের একটি রুমে খোলা হয়েছে এ সততা স্টোর। সেখান থেকে শিক্ষার্থীরা চাহিদামতো পণ্য কিনে নিধারিত মূল্যের টাকা ক্যাশ বক্সে রেখে দিবে। তবে এ ব্যবসায় লাভ-লোকসান থেকেই বোঝা যাবে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কতটুকু সততা রয়েছে।

উন্নত দেশের শিক্ষা প্রতিষ্ঠানে এমন ব্যবস্থা চালু থাকলেও বাংলাদেশে আছে বলে শোনা যায় না। লালমনিরহাটে এবারই প্রথম সততা স্টোর উদ্বোধন করা হয়েছে। পরীক্ষামূলক ভাবে জেলার বেশ কয়েকটি বিদ্যালয়ে এ কার্যক্রম চালু করা হচ্ছে।

আদিতমাারী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বলেন, আমি দেখেছি, এটাকে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা জীবন গঠনের একটি পরীক্ষা হিসাবে নিয়েছে। তাদের মাঝে এক ধরণের জেদ কাজ করছে। আমি বিশ্বাস করি তারা সততার পরিচয় দিয়ে শতভাগ সফল হবে।

আদিতমারী জিএস মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠান প্রধান শওকাত আরা সিদ্দিকা বলেন, শিক্ষার্থীদের মাঝে একটা উৎসাহ দেখা যাচ্ছে। তারা নিজেদের মধ্যে এ নিয়ে ব্যাপক আলোচনা করছে। কিছুদিন পরেই বুঝা যাবে আমাদের সফলতার।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালনায় সততা স্টোর উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আদিতমারী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মজিবর রহমান, জেলা স্কাউটস ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, আদিতমারী জিএস মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠান প্রধান শওকাত আরা সিদ্দিকা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সৈয়দ নজরুল ইসলাম ও আদিতমারী প্রেসক্লাবের সভাপতি ফরহাদ আলম সুমন।

জুলাই ১৫, ২০১৭

মন্তব্য করুন: