• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

ছুটির ফাঁকে

ভারতে সোলার ট্রেন চালু

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: ১১:১৬, ১৫ জুলাই ২০১৭

ভারতে সোলার ট্রেন চালু

ভারতের প্রথম সৌরবিদ্যুৎ চালিত ট্রেনের উদ্বোধন করলেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। শুক্রবার (১৪ জুলাই) দিল্লির সফদরজঙ্গ স্টেশনে ডিজেল ও ইলেকট্রিক চালিত এই মাল্টিপল ইউনিট ট্রেনের উদ্বোধন করা হয়। ট্রেনের ছাদে বসানো সোলার প্যানেলে উৎপাদিত বিদ্যুতের মাধ্যমে লাইট, ফ্যান এবং ডিসপ্লে বোর্ড চলবে।

এতে করে ভারতীয় রেল পরিবেশবান্ধবের দিক দিয়ে আরও একধাপ এগিয়ে গেলো।

অল্প কিছুদিন পর থেকেই দিল্লির শহরতলীতে চালানো হবে ১ হাজার ৬০০ অশ্বশক্তি বিশিষ্ট এই ট্রেন। ৬ মাসের মধ্যে সৌরবিদ্যুতের সুবিধাযুক্ত আরও ২৪টি কোচ চালু করা হবে। এর ফলে কোচ প্রতি বছরে ৯ টন কম কার্বন নির্গত হবে। তাছাড়া সৌরবিদ্যুৎ চালিত ৬ ট্রেলার কোচের ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট ট্রেন বছরে ২১ হাজার লিটার ডিজেলের খরচ বাঁচাবে। ফলে ১২ লাখ টাকা সাশ্রয় হবে ভারতীয় রেলের।

জুলাই ১৫, ২০১৭

মন্তব্য করুন: