• ঢাকা

  •  শনিবার, এপ্রিল ২০, ২০২৪

ভিনদেশ

গরু হত্যায় সাজা ১৪ বছর, মানুষ হত্যায় ২ বছর!

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: ১১:৩২, ১৬ জুলাই ২০১৭

গরু হত্যায় সাজা ১৪ বছর, মানুষ হত্যায় ২ বছর!

ভারতে গাড়ি দুর্ঘটনায় অভিযুক্ত চালকের সাজা সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড। অথচ, দেশটির বিভিন্ন রাজ্যে গো-হত্যাকারীর সাজা ৫ থেকে সর্বোচ্চ ১৮ বছরের কারাদণ্ড হওয়ার নির্দেশ রয়েছে। এমন অসম আইনে আক্ষেপ প্রকাশ করলেন দিল্লির একটি আদালতের অতিরিক্ত দায়রা বিচারপতি সঞ্জীব কুমার।

শনিবার (১৫ জুলাই) হরিয়ানার এক শিল্পপতির ছেলের গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যুর ঘটনার মামলার আদলতে রায় ঘোষণা করেন ওই বিচারপতি। বিচারকের নির্দেশে তার ২ বছরের কারাদণ্ড ও মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

২০০৮ সালের এই মামলার রায় দিতে গিয়ে তিনি বলেন, বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে মানুষ হত্যার মামলায় ২ বছরের বেশি কারাদণ্ডের বিধান এদেশে নেই। যেখানে একজন গো-হত্যাকারীকে ১৪ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, এমন দুর্ঘটনার সাজা কমপক্ষে ১০ বছরের কারাদণ্ড হওয়া উচিত। পথ দুর্ঘটনায় মৃত্যুর মামলায় সাজার মেয়াদ বাড়াতে দ্রুত আইন সংশোধনের আর্জিও জানিয়েছেন তিনি।

জুলাই ১৬, ২০১৭

মন্তব্য করুন: