• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

ভিনদেশ

অস্ত্রোপচারের সময় গিটার বাজাচ্ছিলেন রোগী

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: ১২:৪৮, ২৪ জুলাই ২০১৭

অস্ত্রোপচারের সময় গিটার বাজাচ্ছিলেন রোগী

প্রায় সাত ঘণ্টা ধরে চলে মস্তিষ্কে অস্ত্রোপচার। এসময় চিকিৎসকরা তার মস্তিষ্কের কিছু অংশ পুড়িয়ে দিয়েছেন। অপারেশনের পুরু সময়টা রোগী কাটিয়েছেন গিটার বাজিয়ে।

গত ১১ জুলাই ভারতের বেঙ্গালুরুর ভগবান মহাবীর জৈন হাসপাতালে এভাবেই মস্তিষ্কের অপারেশন সম্পন্ন হলো অভিষেক প্রসাদ নামে এক গিটার বাদকের।

বছর বত্রিশের অভিষেক প্রসাদ আগে কম্পিউটার বিশেষজ্ঞ ছিলেন। কিন্তু সঙ্গীতের প্রতি ভালবাসায় পুরোপুরি মিউজিশিয়ান হয়ে যান। স্নায়ুর সমস্যায় কিছুদিন ধরে তার বাম হাতের তিনটি আঙুল কাজ করছিল না।  বছর দেড়েক আগে গিটার বাজানোর সময় তিনি বুঝতে পারেন, তার আঙুল ক্রমশ অসাড় হয়ে যাচ্ছে।

রোগের নাম মিউজিশিয়ানস ডিস্টনিয়া (guitarist dystonia)। মাংসপেশির টানা অস্বাভাবিক ব্যবহারে এই রোগ হয়।

পেশির অস্বাভাবিক কাঁপুনি থামাতে তার মস্তিষ্কের কিছুটা অংশ পুড়িয়ে অস্ত্রোপচার করা হয়। মস্তিষ্কের ঠিক কোথায় সমস্যা হচ্ছে তা চিকিৎসকদের বোঝাতে রোগী তখন গিটার বাজাচ্ছিলেন।

চিকিৎসকরা জানিয়েছেন, সমস্যাটা মস্তিষ্কের ঠিক কোথায়, তা বুঝতে গিটার বাজানো জরুরি ছিল।

অস্ত্রোপচারের আগে রোগীর মাথায় চারটি স্ক্রু দিয়ে বিশেষ একটি ফ্রেম বসানো হয়। তারপর হয় এমআরআই। লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে খুলিতে ড্রিল করে ১৪ মিলিমিটার গর্ত খুঁড়ে ভেতরে ঢোকানো হয় ইলেকট্রোড। তারপর মস্তিষ্কের ঠিক কোথায় সমস্যা তা যাতে বোঝা যায় সেইমত ব্যবস্থা নেওয়া হয়।

অপারেশন টেবিলেই রুগী বুঝতে পেরেছিলেন, আঙুল কাজ করতে শুরু করেছে। এখন তার আঙুল ফের আগের মতো কাজ করছে। গিটার বাজানো চলছে পুরোদমে।

জুলাই ২৪, ২০১৭

মন্তব্য করুন: