• ঢাকা

  •  বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

বাংলাদেশ

সাবরেজিষ্ট্রার নূরুল-আমিন তালুকদার গৌরীপুরে প্রশংসিত

দিলীপ কুমার দাস, গৌরীপুর সংবাদদাতা

 প্রকাশিত: ১৩:২৪, ২৬ জুলাই ২০১৭

সাবরেজিষ্ট্রার নূরুল-আমিন তালুকদার গৌরীপুরে প্রশংসিত

গৌরীপুর(ময়মনসিংহ): রাষ্ট্র পরিচালনায় সরকারী কর্মকর্তাগণ সরকারের ভাবমুর্তি অক্ষূন্ন রাখতে অগ্রনী ভুমিকা পালন করে থাকেন। একটি দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে রাজস্ব আদায়।

সরাকারের রাজস্ব আদায় কাজে দলিলাদির সমস্যাদি নিরুপন করে ভুমি রেজিষ্ট্রি করে জনগনকে রাজস্ব আদায়ের সুযোগ-সুবিধা সৃষ্টি করে দেওয়াই হলো একজন সাব-রেজিষ্ট্রারের প্রধান কাজ।

দেশে যতো বেশি জমিজমা বেচাকেনা হবে সরকারের রাজস্ব আদায় ততই বৃদ্ধি পাবে। দলিল পত্রের ত্রুটি বিচ্যুতিগুলো সঠিকভাবে নিরূপন করে রেজিষ্ট্রি কাজ পরিচালনার ক্ষেত্রে যিনি তার কর্মদক্ষতার পরিচয় দিয়েছেন তিনি হচ্ছেন গৌরীপুর উপজেলা সাব-রেজিষ্ট্রার মোঃ নূরুল-আমিন তালুকদার।

এই অফিসে জমি রেজিষ্ট্রি করতে আসা দাতা ও গ্রহিতাগণ রেজিষ্ট্রিকরণ প্রক্রিয়া ও সেরেস্তাগুলোতে কাজের স্বচ্ছতা দেখে স্বস্থিবোধ করেছেন।

খোজখবর নিয়ে জানা যায়, সাব-রেজিষ্ট্রার মোঃ নূরুল-আমিন তালুকদার গৌরীপুরসহ অন্যান্য উপজেলার সাব-রেজিষ্ট্রি অফিসে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন।

অফিস সহকারী সাফিয়া বেগম ও সিনিয়র নকল নবিশ রমেন্দ্র বিশ্বাস কর্মদক্ষ ব্যাক্তি হিসেবে পরিচিত।

গৌরীপুর উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিস নিয়ম-শৃংখলার মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে। বর্তমান সাব-রেজিষ্ট্রারের দলিল রেজিষ্ট্রি সুষ্ঠ ও গতিশীল হওয়ায় কর্মরত দলিল লেখক স্টেম্প ভেন্ডানগন তার সাথে কাজে করার একমত পোষন করেছেন।

জুলাই ২৬, ২০১৭

মন্তব্য করুন: