• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

বাংলাদেশ

গাজীপুরে ট্রেন-প্রাইভেটকার সংঘর্ষে ৫ জন নিহত

নিউজ ডেস্ক

 প্রকাশিত: ১২:৩৯, ৮ জানুয়ারি ২০১৭

গাজীপুরে ট্রেন-প্রাইভেটকার সংঘর্ষে ৫ জন নিহত

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান নামক স্থানে বাংলাদেশ-ভারতের মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের ৫ যাত্রী নিহত হয়েছেন। এদের মধ্যে ৪ জন একই পরিবারের।

রোববার (০৮ জানুয়ারি) সকাল ৯টা ২০মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

নিহতরা হলেন, গোয়ালবাথান গ্রামের রিপনের স্ত্রী নুশরাত জাহান লাকি আক্তার (৩৬) ও তার মেয়ে রুবাইদা নুশরাত রিভা (৬), রিপনের চাচাত ভাই বিদ্যুতের স্ত্রী সোনিয়া আক্তার (৩০) ও তার ছেলে তহসিন আহমেদ তালহা (৫) এবং গাড়িচালক মিনহাজ উদ্দিন (৪৫)।

কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব মিয়া সংবাদটি নিশ্চিত করে বলেন, অরক্ষিত রেলক্রসিং দিয়ে প্রাইভেট কারটি রেল্ক্রসিং পারাপার হচ্ছিল। এসময় কোলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি প্রাইভেটকারকে ধাক্কা দিয়ে প্রায় ১ কিলোমিটারের মতো নিয়ে যায়। এতে প্রাইভেটকারটি ছিটকে পড়ে চুর্ণবিচুর্ণ হয়ে যায়। গাড়িতে থাকা ৫ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এ সময় মৈত্রী এক্সপ্রেসের একটি বগিও লাইনচ্যুত হয়।

জানুয়ারি ০৮, ২০১৭

মন্তব্য করুন: