• ঢাকা

  •  বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

বাংলাদেশ

বঙ্গবন্ধু সেতুতে আরও একটি রেলপথ স্থাপন হবে

আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট সংবাদদাতা

 প্রকাশিত: ০৭:৫০, ১০ জানুয়ারি ২০১৭

বঙ্গবন্ধু সেতুতে আরও একটি রেলপথ স্থাপন হবে

লালমনিরহাট: রেলপথ যোগাযোগ সহজতর করতে বঙ্গবন্ধু সেতুর উপর আরও একটি রেলপথ স্থাপন করা হচ্ছে। রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সালাহউদ্দিন সোমবার (০৯ জানুয়ারি) রাতে লালমনিরহাটে উন্নয়ন মেলায় সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানান।

তিনি আরও জানান, ইতোমধ্যে বুড়িমারী স্থল বন্দর-লালমনিরহাট রেলপথ সংস্কারসহ জেলার ২৭টি স্টেশনের উন্নয়ন করা হয়েছে। সুযোগ হলে বুড়িমারী স্থল বন্দর থেকে আন্তঃনগর ট্রেনের ব্যবস্থা করা হবে।

তিনি দাবী করেন, স্বাধীনতার পর শেখ হাসিনার সরকারেই রেলপথের ব্যাপক উন্নয়ন করেছে। যার সুফল আজ দেশের প্রতিটি মানুষ ভোগ করছে।

এ সময় স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমি ও জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান উপস্থিত ছিলেন।

জানুয়ারি ১০, ২০১৭

মন্তব্য করুন: